ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে রোহিঙ্গার ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৪, ২৩ অক্টোবর ২০১৭

টেকনাফে রোহিঙ্গার ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের হ্নীলায় রোহিঙ্গাদের ছুরিকাঘাতে আহত স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১৯ অক্টোবর রাতে লেদা টাওয়ার সংলগ্ন মৌলবি পাড়ায় ইউছুপ আলীর বাড়ির সামনে আবু ছিদ্দিককে দুই রোহিঙ্গা সহোদর ছুরিকাঘাত করেছিল। জানা যায়, বার্মাইয়া মোহাম্মদ হোছনের পুত্র ধলাইয়া ও কালাইয়ার সঙ্গে মহিষ সংক্রান্ত বিষয় নিয়ে আবু ছিদ্দিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রোহিঙ্গা সহোদর ক্ষুব্ধ হয়ে আবু ছিদ্দিককে মারধর ও ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ সদর হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। নিহতের মামা সুলতান আহমদ বলেন, মহিষ সংক্রান্ত বিষয় নিয়ে আবু ছিদ্দিককে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় মহিলা মেম্বার মর্জিনা আক্তার বলেন মহিষ সংক্রান্ত বিষয়ে এ ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।
×