ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

প্রকাশিত: ০৫:০৪, ১৯ অক্টোবর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিকে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫২৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৭ কোটি ১৪ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৬১৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫, কমেছে ১৪১ এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ আমরা নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক, আইসিবি, উত্তরা ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ, বিবিএস কেবল, কনফিডেন্স সিমেন্ট, স্কয়ার ফার্মা ও বিডি ফাইন্যান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ওয়াটা কেমিক্যাল, জিকিউ বলপেন, এপেক্স স্পিনিং, দেশ গার্মেন্টস, রংপুর ফাউন্ড্রি, উসমানিয়া গ্লাস, হাক্কানি পাল্প, জেএমআই সিরিঞ্জ, প্রগতি ইন্স্যুরেন্স ও বিডি ল্যাম্প। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ আ্ইএসএন, ইউনিয়ন ক্যাপিটাল, মুন্নু স্টাফলার, সায়হাম টেক্সটাইল, মেঘনা কনডেন্স মিল্ক, মিথুন নিটিং, ফু-ওয়াং সিরামিক, বিডিকম, সায়হাম কটন ও সোস্যাল ইসলামী ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৯২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১, কমেছে ১০৩ এবং অপরিবর্তিত রয়েছে ২৯ কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বিবিএস কেবল, এনসিসি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, বেক্সিমকো, ফরচুন সুজ, উত্তরা ব্যাংক, আইএফআইসি, লাফার্জ সুরমা সিমেন্ট ও ন্যাশনাল ব্যাংক।
×