ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ বাছাই ফুটবল প্লে-অফ

সুইডেনের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ইতালির

প্রকাশিত: ০৫:৪১, ১৮ অক্টোবর ২০১৭

সুইডেনের বিরুদ্ধে কঠিন পরীক্ষা ইতালির

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে সেরা হতে না পাওয়ার মাসুল দিতে হচ্ছে ইতালিকে। এখন তাদের খেলতে হচ্ছে প্লে-অফ। তাতে ??বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নেয়ার পথে কঠিন পরীক্ষাই দিতে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্লে-অফে সুইডেনের বাধা পেরিয়ে তবেই ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে হবে আজ্জুরিদের। মঙ্গলবার সন্ধ্যায় প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। ফিফার সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখে ইউরোপিয়ান অঞ্চলের সেরা আটটি রানার্সআপ দলকে নিয়ে এই ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে অন্য তিনটি প্লে-অফে মুখোমুখি হওয়া নিশ্চিত হয়েছে ডেনমার্ক-রিপাবলিক অব আয়ারল্যান্ড, ক্রোয়েশিয়া-গ্রীস ও নর্দান আয়ারল্যান্ড-সুইজারল্যান্ডের। প্লে-অফে দলগুলো হোম এবং এ্যাওয়ে ভিত্তিতে খেলবে। প্রথম লেগ ৯ থেকে ১১ নবেম্বর মাঠে গড়াবে। দ্বিতীয় লেগের ম্যাচগুলো ১২ থেকে ১৪ নবেম্বর অনুষ্ঠিত হবে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের নয়টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এই নয় দলের সেরা আটটি রানার্সআপ দল জায়গা করে নিয়েছে। এখন তাদের খেলতে হচ্ছে প্লে-অফ। ১৯৩৪ এবং ১৯৩৮ সালে বিশ্বকাপের দ্বিতীয় ও তৃতীয় আসরে শিরোপা জয় করে ইতালি। এরপর ১৯৮২ এবং ২০০৬ সালেও শিরোপা ঘরে তোলে আজ্জুরিরা। ইতালির চেয়ে বেশিবার বিশ্বকাপ জয় করেছে শুধু ব্রাজিল। পাঁচবার। ইতালির সমান চারবার বিশ্বকাপ জিতেছে জার্মানিও। ইউরোপ থেকে বাছাইপর্বের বাধা পেরিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, সার্বিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম ও আইসল্যান্ড। স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলবে রাশিয়া। এএফসি থেকে রাশিয়া বিশ্বকাপের টিকেট কেটেছে ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরব।
×