ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পায়রার ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব ২৫ পরিবার

প্রকাশিত: ০৬:৩০, ১৬ অক্টোবর ২০১৭

পায়রার ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব ২৫ পরিবার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৫ অক্টোবর ॥ আমতলী উপজেলার পশ্চিম ঘটখালী গ্রামের দেড়শ’ বছরের পুরাতন মসজিদের কুয়েত সরকারের অর্থায়নে নির্মিত নতুন ভবনটি শুক্রবার পায়রা নদীতে বিলীন হয়ে গেছে। ২৫ পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব। জানা গেছে, উপজেলার পায়রা নদী সংলগ্ন পশ্চিম ঘটখালী গ্রাম। এ গ্রামে দেড়শ’ বছর ধরে ৪শ’ পরিবারের বসবাস করে আসছে। গ্রামটির অধিকাংশ এলাকা পায়রা নদীর স্রোতের চাপে বিলীন হয়ে গেছে। রয়েছে শুধু ধ্বংসাবশেষ। এই গ্রামটিতে ছিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও মাদ্রাসা। এ বিদ্যালয়, ক্লিনিক, মাদ্রাসা ও ঘরবাড়ি সবই পায়রা নদীতে বিলীন হয়ে গেছে। শুক্রবার রাতে ওই গ্রামের দেড়শ’ বছরের পুরাতন মসজিদের কুয়েত সরকারের অর্থায়নে নির্মিত নতুন ভবনটিও বিলীন হয়ে যায়। এছাড়া গত এক মাসে ওই গ্রামের মিলন হাওলাদার, লিটন, জসিম, রাসেল, আবদুর রব হাওলাদার, লতিফ, জাফর, মোশাররফ হোসেন নান্নু আকন, রেজাউল করিম পান্না আকন, জাহিদুল ইসলাম, তৈয়বুর রহমান আকন, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, শাহজাহান আকন, মনিরুল ইসলাম, কাছেম আলী জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, মান্নান আকন, আতাহার মিয়া, সোবাহান ও শাহজাহান আকনের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। এ পরিবারগুলো সব কিছু হারিয়ে এখন নিঃস্ব জীবন যাপন করছে। আমতলী পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী আলমগীর হোসেন বলেন দীর্ঘদিন ধরে পায়রা নদীর ভাঙ্গনে গ্রামটি বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান বলেন নদীর ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের জন্য বিশ্বব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রকল্প দেয়া হয়েছে।
×