ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলেজ থিয়েটারের নাট্যকর্মশালার সমাপনী আজ

প্রকাশিত: ০৩:২৭, ১৪ অক্টোবর ২০১৭

কলেজ থিয়েটারের নাট্যকর্মশালার সমাপনী আজ

সংস্কৃতি ডেস্ক ॥ কলেজ থিয়েটারের তিনদিনব্যাপী নাট্যকর্মশালা আজ শেষ হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে এই কর্মশালা শুরু হয়। বগুড়ার জেলা পরিষদে আয়োজিত এই কর্মশালা প্রতিদিন দুপুর তিনটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনদিনব্যাপী নাট্যকর্মশালার উদ্বোধন করেন সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ এবং কলেজ থিয়েটার বগুড়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ সামস্-উল আলম জয়। উদ্বোধনী আলোচনা সভার সভাপতিত্ব করেন কলেজ থিয়েটার বগুড়ার ভারপ্রাপ্ত সভাপতি সিজুল ইসলাম। অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া বাউল গোষ্ঠীর সভাপতি আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া থিয়েটারের সহসভাপতি পলাশ খন্দকার, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, কলেজ থিয়েটারের সাবেক সভাপতি আমজাদ শোভন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ থিয়েটার বগুড়ার সাধারণ সম্পাদক ওসমান গণি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। ইতোমধ্যে বগুড়ার সরকারী আজিজুল হক কলেজ, সরকারী শাহ সুলতান কলেজ, সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ, সোনাতলার সরকারী নাজির আখতার কলেজ, গাবতলীর সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজ, সারিয়াকান্দি ডিগ্রী কলেজ, বগুড়া পুলিশ লাইনস্ স্কুল এ্যান্ড কলেজ, বেসরকারী পলিটেকনিক বিআইআইটি এবং করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের মোট ৯০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এছাড়াও গাইবান্ধা এবং নওগাঁ থেকেও কয়েকজন কলেজের শিক্ষার্থী অংশ নেয়। নাট্যকর্মশালায় প্রথম দিন প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন মঞ্চ ও টিভি অভিনেতা রুবল লোদী, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার, সরকারী আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী এবং বগুড়া থিয়েটারের সভাপতিম-লীর সদস্য দ্বীন মোহাম্মদ দীনু। শুক্রবার সেশন পরিচালনা করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সভাপতিম-লীর সদস্য বিশিষ্ট লোকনাট্য গবেষক কাজী সাঈদ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক নাট্যকার ও নাট্যনির্দেশক তৌফিক হাসান ময়না, বগুড়া থিয়েটারের সাংগাঠনিক সম্পাদক আনিসুর রহমান কবির, কার্যনির্বাহী সদস্য মাসউদ করিম।
×