ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজারে ভাল শেয়ারের অভাব রয়েছে ॥ আরিফ খান

প্রকাশিত: ০৩:২৯, ৮ অক্টোবর ২০১৭

বাজারে ভাল শেয়ারের অভাব রয়েছে ॥ আরিফ খান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের শেয়ারবাজার বড় হচ্ছে। কিন্তু সেই তুলনায় দেশের বাজারে ভাল শেয়ারের অভাব রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাবেক কমিশনার আরিফ খান। এমতাবস্থায় রেগুলেটর, স্টক এক্সচেঞ্জ, ইস্যু ম্যানেজারসহ সংশ্লিষ্টদের এক সঙ্গে কাজ করা দরকার বলে মনে করেন তিনি। শনিবার সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাল্টিপারপাস হলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আরিফ খান বলেন, দেশে ভালো শেয়ারের সংখ্যা খুবই কম। ফলে কিছু কোম্পানিতে বিনিয়োগ পুঞ্জীভূত হয়ে আছে। এতে করে অনেক শেয়ার দাম অতিমূল্যায়িত হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ভাল কোম্পানি বাজারে আনতে হবে। তিনি আরও বলেন, বাইরের দেশে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করে থাকে। কিন্তু দেশের মিউচুয়াল ফান্ডগুলোর মন্দ অবস্থায় রয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ফান্ড ম্যানেজারদের ব্যর্থতা। ফলে আমাদের ভাল উদ্যোগও ব্যর্থ হচ্ছে। তবে নিয়ন্ত্রক সংস্থার অনেক নিয়মনীতির কারণে এখন ইনসাইডার ট্রেডিং প্রায় বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন তিনি। বর্তমানে দেশের শেয়ারবাজার ভাল করেছে উল্লেখ করে আরিফ খান বলেন, সম্প্রতি শেয়ারবাজারে প্রবৃদ্ধি হয়েছে ২৩ শতাংশ। ভারত, ভিয়েতনামসহ পার্শ্ববর্তী অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যাবে দেশের শেয়ারবাজার সব থেকে ভাল। দেশের অর্থনীতি এগিয়ে নিতে শেয়ারবাজারকে স্থিতিশীল থাকতে হবে বলে উল্লেখ করে আরিফ খান বলেন, স্থিতিশীল বাজার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শেয়ারবাজরে বিনিয়োগ বিষয়ে তিনি বলেন, সাধারণ বিনিয়োগকারীরা কোথায়, কিভাবে বিনিয়োগ করবে তা অনেকেই জানেন না। সেমিনারটি আয়োজন করে বিআইসিএম। সেমিনারে আলোচক ছিলেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনার স্বপন কুমার বালা, ডিএসই ব্রোকারস এ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ এর সভাপতি আহমেদ রশিদ লালী।
×