ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১ মাস বন্ধ থাকার পর ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে পাথর আমদানি শুরু

প্রকাশিত: ০৪:১৯, ২৭ সেপ্টেম্বর ২০১৭

১১ মাস বন্ধ থাকার পর ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে পাথর আমদানি শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রায় ১১ মাস বন্ধ থাকার পর সিলেটের ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ৪টার দিকে বোল্ডার পাথরবাহী ১০টি ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটে। এর ফলে পাথর ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কাস্টমস সূত্র জানায় আগামী ৩ অক্টোবর থেকে এই স্টেশন দিয়ে চুনাপাথর আমদানিও শুরু হবে। মঙ্গলবার দুপুরে ভারতের ভোলাগঞ্জ মাঝাই এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশনের রেভিনিউ অফিসারের কাছে একটি পত্র প্রেরণ করা হয়। পত্রে এ স্টেশন দিয়ে পাথর আমদানির বিষয়টি অবহিত করা হয়। পরে বিকেলে বোল্ডারবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এ সময় কাস্টমস কর্মকর্তা ছাড়াও উভয় দেশের আমদানি ও রফতানিকারকরা উপস্থিত ছিলেন। ভারতে খনি থেকে যান্ত্রিক পদ্ধতিতে চুনাপাথর ও পাথর উত্তোলনের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ২০১৬ সালের ৫ নবেম্বর থেকে ভোলাগঞ্জ দিয়ে আমদানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
×