ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে ১৫ হাজার তালবীজ রোপন

প্রকাশিত: ২২:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

দুর্গাপুরে ১৫ হাজার তালবীজ রোপন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা) ॥ বজ্রপাত মোকাবেলায় প্রধানমন্ত্রীর তালগাছ রোপনের আহ্বানে সাড়া দিয়ে আজ মঙ্গলবার দুর্গাপুর সদর ইউনিয়নের মধ্যমবাগান থেকে রাস্তার দুই পাশে একযোগে ১৫ হাজার তালবীজ রোপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ এ কর্মসূচীর উদ্বোধন করেন। বেলা ১১টায় একযোগে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা উৎসব মূখর পরিবেশে উপজেলার বিভিন্ন রাস্তায় এ তালবীজ রোপণে অংশ নেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, দ্বীনি আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক অধ্যক্ষ আঃ রহমান, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক এ,কে,এম ইয়াহিয়া, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, সাধারণ সম্পাদক মোঃ তোবারক হোসেন খোকন, প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, সুসঙ্গ বার্তার সম্পাদক জামাল তালুকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×