ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাতারকে হারিয়ে চমক বাংলাদেশের

প্রকাশিত: ০৬:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

কাতারকে হারিয়ে চমক বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচে ভাল খেলে হেরে গেলেও এখনও মূলপর্বে নাম লেখানোর সুযোগ ছিল বাংলাদেশের। এএফসি অনুর্ধ ১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে দোহারের গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে রবিবার তারা ২-০ গোলে (গোলদাতা দীপক ৭১ মিনিটে এবং ফাহিম ৮১ মিনেটে) কাতারকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে মূলপর্বে নাম লেখানোর আশা জিইয়ে রেখেছিল। তবে সেটা মাত্র কয়েক ঘণ্টার জন্য। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইয়েমেন। আর ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ বাংলাদেশ। গ্রুপ ‘ই’তে শুরুতে ছিল চার দল। কিন্তু সূচী হয়ে যাওয়ার পর প্রথম ম্যাচের দিন সংযুক্ত আরব আমিরাত নাম প্রত্যাহার করে নেয়। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে ৬-১ গোলে হারায় ইয়েমেন। তাতে সুবিধা পায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ হেরে যায় ০-২ গোলে। পয়েন্ট শূন্য হলেও তারা অবস্থান করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। কারণটা গোল গড়। বাছাইপর্ব থেকে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন এবং ৫ সেরা রানার্সআপ খেলবে মূলপর্বে। আর তাই চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা রানার্সআপ দলগুলোর একটি হয়ে মূলপর্বে খেলার সম্ভাবনা ছিল বাংলাদেশের। এজন্য তাদের অবশ্য কাতারের বিপক্ষে অবশ্যই হারা চলবে না। আর সে কাজটিই ভালভাবে সম্পন্ন করে তারা। কিন্তু তারপরও শেষরক্ষা হয়নি তাদের। ৫ সেরা রানার্সআপ দলগুলোর একটি তারা হতে পারেনি অল্পের জন্য। নির্দিষ্ট করে বললে মাত্র ১ গোলের জন্য। যে ৫ দল সেরা রানার্সআপ হয়ে মূলপর্বে নাম লেখায়, তারা হলো : ভারত (গ্রুপ ‘ডি’), ওমান (গ্রুপ ‘বি’), থাইল্যান্ড (গ্রুপ ‘জি’), মালয়েশিয়া (গ্রুপ ‘জে’) ভিয়েতনাম (গ্রুপ ‘আই’) এবং আফগানিস্তান (গ্রুপ ‘সি’)। ভারতের পয়েন্ট ৪, বাকি চার দলের পয়েন্ট ৩ করে। মালয়েশিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তানের গোল পার্থক্য +১। সৌদি আরব এবং বাংলাদেশের গোল পার্থক্য হচ্ছে শূন্য। তার মানে ১ গোল করতে পারলে তারা সেরা ৫ রানার্সআপ দল হওয়ার দ্বৈরথে ভালমতোই থাকতে পারত। তা আর হলো না। এদিকে কোয়ালিফাই করা গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো হলো : মালয়েশিয়া (স্বাগতিক), জর্দান (গ্রুপ ‘এ’), তাজিকিস্তান (গ্রুপ ‘বি’), ইরান (গ্রুপ ‘সি’), ইরাক (গ্রুপ ‘ডি’), ইয়েমেন (গ্রুপ ‘ই’), উত্তর কোরিয়া (গ্রুপ ‘এফ’), ইন্দোনেশিয়া (গ্রুপ ‘জি’)। ‘এইচ’ গ্রপের খেলা এখনও শেষ হয়নি। এই গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, চীন, মিয়ানামার এবং ফিলিপিন্স। এদিকে খেলা শেষ করে বাংলাদেশ দল সোমবার দুপুরে বিমানযোগে ঢাকা ফেরে। সেখান থেকে বাসযোগে বাফুফে ভবনে পৌঁছার পর কিশোর ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ফেডারেশনের কর্মকর্তারা এবং তাৎক্ষণিকভাবে তাদের একটি সংবর্ধনা দেয়া হয়। তবে অনেকেই বলেছেন তারা মূলপর্বে যেতে পারলে সংর্বধনা দিলেই বরং ভাল হতো। যা হোক, মাত্র ১ গোলের জন্য মূলপর্বে যেতে না পারার আক্ষেপ অনেকদিন পোড়াবে বাংলাদেশ দলকে।
×