ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রাহায়ণ ১৪৩০

ডাউন পেমেন্ট ছাড়াই কৃষি ঋণ পুনঃতফসিল

প্রকাশিত: ০৫:২০, ২৪ আগস্ট ২০১৭

ডাউন পেমেন্ট ছাড়াই কৃষি ঋণ পুনঃতফসিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা কোন ডাউন পেমেন্ট ছাড়াই তাদের কৃষি ঋণ পুনঃতফসিল করতে পারবেন। তারা নতুন ঋণও পাবেন কোন ধরনের জামানত ছাড়াই। গত মঙ্গলবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সারাদেশের বন্যাকবলিত ৩১টি জেলার কৃষকদের জন্য বিশেষ ছাড় দিতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, পুনঃতফসিল ঋণের কিস্তি আগামী ছয় মাস আদায় না করার জন্যও বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন্যায় কৃষক ও এসএমই খাতের কুটির শিল্পের উদ্যোক্তারা ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে তাদের পক্ষে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করা কঠিন হবে বলে এই পদক্ষেপ নেয়া হয়েছে।