ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরএকে সিরামিকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৩:৫৩, ৩১ জুলাই ২০১৭

আরএকে সিরামিকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা আরএকে সিরামিক পিএসসি, ইউএই শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই কর্পোরেট উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ২৫ কোটি ৪ লাখ ৮০ হাজার, ৫২২টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৪০ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৭৫ দশমিক ৫৯ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৭৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার জ্বালানির সর্বোচ্চ ব্যবহারে চট্টগ্রামে সেমিনার অনুষ্ঠিত শিল্পখাতে জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রযুক্তি নিয়ে শনিবার চট্টগ্রামে হোটেল পেনিনসুলায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়। দ্য এনার্জি এফিসিয়েন্সি এঙ্গেজমেন্ট (থ্রি ই) এবং বিডি টেকনোলজি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিডি টেকনোলজির মহাব্যবস্থাপক কামরুজ্জামান। সেমিনারে থ্রিইর নির্বাহী পরিচালক হাসান ফাতমি, বুয়েটের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন, এসটেক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আহমেদ এবং বিডি টেকনোলজির পরিচালক হুমায়ুন কবীর বক্তব্য রাখেন। সেমিনারে বিকেএমইএ, ব্যাংক, টেক্সটাইল, রেডিমেড গার্মেন্টস, ফ্রোজেন ফুড, স্টিল রি-রোলিং, বিদ্যুত কেন্দ্র, কর্ণফুলী গ্যাস, ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম, আইইবি চট্টগ্রাম, প্লাস্টিক পণ্য উৎপাদনকারী খাত ছাড়াও বিভিন্ন খাতের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার
×