ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাইফউদ্দিনের শতকে সিরিজ জয় এইচপির

প্রকাশিত: ০৬:২৭, ৮ জুলাই ২০১৭

সাইফউদ্দিনের শতকে সিরিজ জয় এইচপির

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া সফরে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফর্মেন্স স্কোয়াড (এইচপি)। শুক্রবার মারারা ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক নর্দার্ন টেরিটোরি আমন্ত্রণমূলক একাদশকে ৪২ রানে হারিয়ে দেয় লিটন দাসের নেতৃত্বাধীন দল। ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে এইচপি। প্রথম ব্যাট করে অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদের ১০৪ রানের দারুণ ইনিংসে ৭ উইকেটে ২৬৭ রান তোলে সফরকারী এইচপি। জবাবে এ্যালেক গ্রেগরির ১৪৪ রানের পরও ২২৫ রানেই গুটিয়ে যায় নর্দার্ন টেরিটোরির ইনিংস। এবার এইচপি দলের অস্ট্রেলিয়া সফরটা শুরু হয়েছিল নাটকীয় জয় দিয়ে। প্রথম ওয়ানডেতে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল। তবে পরের ম্যাচে নাজমুল হোসেন শান্তর দারুণ শতকে ৭০ রানের বড় জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছিল বাংলাদেশ এইচপি। এইচপি স্কোয়াডে রাখা হয়েছে আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের জন্য ঘোষিত জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে। তাই তাদের জন্য একটি পরীক্ষা এই সফর। শুক্রবারের ম্যাচে আরেকবার পরীক্ষা দিতে নামেন ক্রিকেটাররা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। তবে এই সফরে এখন পর্যন্ত তার ব্যাটে তেমন রান দেখা যায়নি। এবার প্রিমিয়ার লীগে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। অবশ্য প্রথম ম্যাচে কিছুটা রান পেয়েছিলেন। এদিনও ব্যর্থ হয়েছেন তিনি। মিডল অর্ডাররাও তেমন সুবিধা করতে পারেননি। ওপেনার এনামুল হক বিজয় অবশ্য ৩৬ রানের লড়াকু একটি ইনিংস খেলেন। তিনিও সাজঘরে ফেরার পর দারুণ বিপর্যয়ে পড়েছিল এইচপি। সেই অবস্থায় হাল ধরেন সাইফউদ্দিন। তিনি তানবীর হায়দারকে নিয়ে দলকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দেন। মূলত লেগস্পিনার হলেও ব্যাট হাতে এদিন ৩৬ রানের একটি লড়াকু ইনিংস খেলে দলকে বাঁচাতে সাইফউদ্দিনকে ভাল সঙ্গ দেন। সাইফউদ্দিন ১০৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেললে ৭ উইকেটে ২৬৭ রানের ভাল একটি সংগ্রহ পায় এইচপি। জবাব দিতে নেমে বাংলাদেশ এইচপি দলের বোলারদের দাপটে একেবারেই সুবিধা করতে পারেনি স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। একাই লড়েছেন গ্রেগরি। তিনি ১৪৪ রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেলেন। কিন্তু এরপরও ২২৫ রানেই শেষ হয়ে যায় নর্দার্ন টেরিটোরির ইনিংস। ফলে ৪২ রানের জয় ছিনিয়ে নেয় সফরকারী বাংলাদেশ এইচপি। টানা তিন জয়ের ফলে এখন আগেভাগেই সিরিজ হয়ে গেছে লিটনদের। ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা ৫ ম্যাচের সিরিজে। চতুর্থ ম্যাচটি আগামী রবিবার অনুষ্ঠিত হবে।
×