ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অজ্ঞান পার্টির কবলে মাগুরায় ৪ গার্মেন্টস কর্মী

প্রকাশিত: ২১:২৮, ২৪ জুন ২০১৭

অজ্ঞান পার্টির কবলে মাগুরায় ৪ গার্মেন্টস কর্মী

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ অজ্ঞান পার্টির কবলে পড়ে অচেতন অবস্থায় শুক্রবার রাতে ৪ গার্মেন্টস কর্মী কে মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভতি করা হয়েছে । এরা হলো হোসাইন মোল্য, রহমান মোল্য, নাজমুল মোল্যা ও আলী আহম্মদ । এদের বাড়ি মাগুরার বিভিন্ন গ্রামে। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছে থাকা বেতনের অর্ধলক্ষাধিক টাকা, কাপড় ভর্তি ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তদের একজন মাগুরার মহম্মদপুরের ছোট জোকা গ্রামের হোসাইন মোল্যা জানান, ঢাকার একটি সোয়েটার গার্মেন্টস থেকে ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়ীতে আসছিলেন। তিনি সহ মাগুরা সদরের বেরইল-পলিতা গ্রামের রহমান মোল্যা ,একই উপজেলার গঙ্গানন্দপুরের নাজমুল মোল্যা ও সত্যবানপুরের আলী আহম্মদ আরিচা-দৌলতদিয়া ঘাট পার হয়ে শুক্রবার রাতে একটি লোকাল বাসে ওঠেন। আরিচা ফেরিঘাটে তারা ৪ জনই হকারের কাছ থেকে শশা কিনে খেয়েছিলেন। তাদের ধারণা এই শশার মধ্যেই চেতনানাশক কোন কিছু মেশানো ছিল। বাসে ওঠার পরপরই তারা ঞ্জান হারান। কিছুদুর আসার পরে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছে থাকা বেতনের অর্ধলক্ষাধিক টাকা, কাপড় ভর্তি ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। বাসের সুপারভাইজার ৪জনকে শুক্রবার মধ্যরাতে মাগুরা সদর হাসপাতালের সামনে অজ্ঞান অবস্থায় নামিয়ে দিয়ে যান। স্থানীয়রা তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করলে ও আজ শনিবার সকালে তাদের জ্ঞান ফেরে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ইলিয়াস হোসেন জানান, মাগুরা জেলার বাইরে ঘটনাটি ঘটেছে। তবু এ বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে।
×