ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে আসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫৪, ১২ জুন ২০১৭

মুন্সীগঞ্জে আসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আসলাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে সিরাজদিখানের রশুনিয়ায় এই বিক্ষোভ ও মানববন্ধন হয়। এ সময় সিরাজদিখান বাজার রোড হয়ে রশুনিয়া পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন শত শত নারী-পুরুষ। এ সময় তারা আইনজীবী সোহেল রানার ফাঁসি দাবি করেন। উখিয়ায় কর্মসৃজনের সোয়া কোটি টাকা লোপাট স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার গ্রামীণ অবকাঠামো সংস্কার ও দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের তালিকায় শ্রমিকের নাম ও সংখ্যা উল্লেখ থাকলেও বাস্তবে তা নেই। নামসর্বস্ব প্রকল্পের অজুহাতে শ্রমিকের বিপরীতে বরাদ্দকৃত টাকা লুটপাটের মহোৎসব চলছে উখিয়ার পাঁচটি ইউনিয়নে। টেক অফিসার মাঠপর্যায়ে তদারকির দায়িত্ব পালন করছে না দেখে সরকারের উদারমুখী উন্নয়ন কার্যক্রম ভেস্তে যাচ্ছে। কর্মসংস্থান কর্মসূচীর নীতিমালা অনুযায়ী গ্রাম-গঞ্জের কর্মক্ষম বেকার, গরিব ও দুস্থ পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প চালু করলেও এ উপজেলায় তা পুরোপরি বাস্তবায়ন হচ্ছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় (২য় পর্যায়) কাজ শুরু হয়েছে ৪ জুন থেকে। কর্মসূচীর আওতায় উপজেলার পাঁচ ইউনিয়নে ৩৭টি প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে জালিয়াপালং ইউনিয়নে ৬টি, রাজাপালং ৯টি, হলদিয়াপালং ৯টি, পালংখালীতে ৮টি ও রতœাপালং ইউনিয়নে ৫টি। এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়বরাদ্দে ৩৭টি প্রকল্পে কাজ করার জন্য এক হাজার ৫৬৫ শ্রমিককে খাতা-কলমে নিয়োগ দেয়া হলেও বাস্তবে মাঠ পর্যায়ে দুই-তৃতীয়াংশ শ্রমিকই কাজ করার সুযোগ পাচ্ছে না। সুনামগঞ্জে ত্রাণ বিতরণে অনিয়ম নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১১ জুন ॥ ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ সহায়তা বৃদ্ধি ও চলমান ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বচ্ছতার জন্য নাগরিক ও সচেতন নাগরিক কমিটি(সনাক) মানববন্ধন পালন করেছে। শহরের ট্রাফিক পয়েন্টে রবিবার সকাল ১১টায় এই মানববন্ধন পালন করা হয়। বক্তারা বলেন, হাওড় অধ্যুষিত সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের সঠিক তালিকা প্রণয়ন করে ত্রাণ বিতরণ করা প্রয়োজন। পিআইসি ও ঠিকাদারদের দুর্নীতিতে জেলার সব হাওড় তলিয়ে গেছে। মাছ গেছে, জমি গেছে; তারপরও আবার মেম্বার-চেয়ারম্যানদের দুর্নীতি। তাদের এই দুর্নীতির কারণেই কৃষক সর্বস্বান্ত হয়ে সরকারী ত্রাণের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত। চেয়ারম্যান-মেম্বারদের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সঠিক তালিকার মাধ্যমে ত্রাণ বিতরণের দাবি জানান বক্তারা। ইউয়েস সদস্য রাজু আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উদীচীর সভাপতি নারীনেত্রী শিলা রায়, এনামুল হক চৌধুরী, যুগেস্বর দাশ, দেওয়ান শাহজামান চৌধুরী প্রমুখ।
×