ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৩:৩৪, ৯ জুন ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকে ছিল মিশ্র প্রবণতা। তবে বৃহস্পতিবার দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এই নিয়ে টানা দুই দিন পুঁজিবাজারে সূচক কমল। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৫১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫০ কোটি ২১ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বে´িমকো ফার্মা, একটিভ ফাইন, মবিল যমুনা বিডি, ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, সেন্ট্রাল ফার্মা, লঙ্কাবাংলা ফিন্যান্স, সিএমসি কামাল ও ব্র্যাক ব্যাংক। দরবৃদ্ধির সেরা কেম্পানিগুলো হলোÑ আমরাটেক, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, সিএমসি কামাল, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল পলিমার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বিডি থাই, মিরাকল ইন্ডাস্ট্রিজ, পপুলার মিউচুয়াল ফান্ড ও বিকন ফার্মা। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, বে´িমকো সিনথেটিক, প্রভাতী ইন্স্যুরেন্স, সি এ্যান্ড এ টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও শ্যামপুর সুগার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ১৩২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯৬৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, অলিম্পিক, এসিআই, স্কয়ার ফার্মা, বে´িমকো ফার্মা, একমি ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, প্যারামাউন্ট টেক্সটাইল ও বিকন ফার্মা।
×