ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে রেনু পোনা বোঝাই তিনটি ট্রলার জব্দ

প্রকাশিত: ২৩:২৭, ৩০ মে ২০১৭

বরিশালে রেনু পোনা বোঝাই তিনটি ট্রলার জব্দ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৪০মন জাটকা ও প্রায় ৫০ হাজার গলদা চিংড়ির রেনু পোনা বোঝাই তিনটি ট্রলার আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। সোমবার সন্ধ্যায় এই অভিযানের সময় পাঁচটি বেহুন্দী জালও জব্দ করা হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর থেকে তিনটি ট্রলারে জাটকা ও গলদা চিংড়ির রেনু পোনা পাচারের খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা সন্ধ্যা নদীর সিমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে জাটকা ও গলদা চিংড়ির রেনু পাচারকারীরা ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা ওইসব ট্রলারে তল্লাশী করে ৪০ মন জাটকা ও প্রায় ৫০ হাজার গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করে। একই সাথে সন্ধ্যা নদীতে আভিযান চালিয়ে পাঁচটি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের নির্দেশে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ এবং রেনু পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।
×