ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ২৮ সমকামী র‌্যাবের জালে আটক

প্রকাশিত: ০৫:৩১, ২০ মে ২০১৭

কেরানীগঞ্জে ২৮ সমকামী র‌্যাবের জালে আটক

স্টাফ রিপোর্টার ॥ প্যারিস কিংবা লাসভেগাস নয়, স্রেফ কেরানীগঞ্জ। এখানে ইচ্ছা করলেই দুটো যুবক স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করতে পারে না। এমন মন্তব্য করেই ক্ষান্ত হননি সত্তরোর্ধ জব্বার মিয়া। নিজের চোখের সামনে এত সমকামী তরুণকে র‌্যাব যখন ধরে নিয়ে যায় তখন পাশে দাঁড়িয়ে ছিঃ ছিঃ করতে করতে জব্বার মিয়া বললেন, এই জনমে আরও কি দেখুম। জোয়ান পুলাপানে ক্যামতে করে এমন কাজ ? কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টার থেকে ২৮ সমকামী আটকের পর সাংবাদিক সম্মেলনে আরও ভয়াবহ তথ্য জানালেন র‌্যাব-১০’র অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। তিনি জানান, শুক্রবার ভোরে কেরানীগঞ্জের অ৭াটিবাজারের ছায়ানীড় কমিউনিটি সেন্টার থেকে ওই তরণদের আটক করা হয়। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে, বেশিরভাগই শিক্ষার্থী। তারা স্বীকারও করেছে, সমকামিতার বিষয়ে তাদের অভিজ্ঞতা রয়েছে। ফেসবুক এবং মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তারা ওই কমিউনিটি সেন্টারে জড়ো হতো। প্রতিবার জড়ো হলে কমিউনিটি সেন্টারের মালিককে ১০ হাজার টাকা ভাড়া দেয়া হয়। এলাকাবাসীকে উদ্ধৃত করে র‌্যাব জানিয়েছে, সাধারণত প্রতি দেড় থেকে দুই মাস পর বৃহস্পতিবারে তারা জড়ো হয় এই কমিউনিটি সেন্টারে । র‌্যাব জানায়, গত ২৭ মাস ধরে দুই মাস অন্তর প্রতি বৃহস্পতিবার রাতে এই যুবকরা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে ওই কমিউনিটি সেন্টারে রাত কাটাত। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। তাদের কাছে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য, কনডম ও লুব্রিক্যান্ট পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সমকামিতার বিষয়টি স্বীকার করেছে। বিশ্বের বিভিন্ন দেশে সমকামিতাকে বৈধতা দেয়া হলেও বাংলাদেশের আইনে প্রকৃতি নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে যৌন সম্পর্ককে দণ্ডনীয় অপরাধ বিবেচনা করা হয়েছে। কেরানীগঞ্জে আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। বাংলাদেশের আইনে সমকামিতা একটি অপরাধ।
×