ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবি গণিত বিভাগের ৮ শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ

প্রকাশিত: ০৭:৫৭, ২৭ এপ্রিল ২০১৭

চবি গণিত বিভাগের ৮ শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৮ কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্বর্ণপদক ও নগদ অর্থ প্রদান করেন ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উল্লেখ্য, এএফ মজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০০৭ সাল থেকে এই স্বর্ণপদক প্রদান করা হচ্ছে। এবার যে ৮ শিক্ষার্থী এ স্বর্ণপদক পেয়েছে তারা হচ্ছে- রাশেদা আক্তার, শারমিন আক্তার, ফারজানা ফেরদৌস, মাকসুদা আক্তার, নুরুল ইসলাম, মাহবুব আলম, সুলতান মাহমুদ এবং মিতা হালদার। এরা গণিত বিভাগের অনার্স ও মাস্টার্স কোসের শিক্ষার্থী।
×