ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগায় নেইমারহীন এই ম্যাচ জিততে মরিয়া মেসিরা, কোচ এনরিকের শেষ এল ক্লাসিকো, চোট কাটিয়ে ফিরেছেন গ্যারেথ বেল

এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ-বার্সিলোনা মহারণ

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ এপ্রিল ২০১৭

এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ-বার্সিলোনা মহারণ

গোলাম মোস্তফা ॥ স্পানিশ লা লিগায় আজ মাঠে নামছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে রোমাঞ্চিত ফুটবল দুনিয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে স্পেনের দুই জায়ান্ট ক্লাব। স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। তবে শিরোপার দৌড়ে এবার এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে জিনেদিন জিদানের দল। এক ম্যাচ বেশি খেলা বার্সিলোনার সংগ্রহে ৭২ পয়েন্ট। আর অবস্থান পয়েন্ট টেবিলের দুইয়ে। সাম্প্রতিক সময়টাও ভাল যাচ্ছে না কাতালান ক্লাবটির। গত সপ্তাহেই জুভেন্টাসের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিয়েছে তারা। সেইসঙ্গে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারছেন না নেইমারও। ব্রাজিলিয়ান তারকার নিষেধাজ্ঞা নিয়ে বার্সিলোনার করা আপীল নাকচ করে দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। যে কারণে গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ দর্শকের ভূমিকায় থাকছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। শুধু তাই নয়, তিন ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকায় সামনের সপ্তাহে ওসাসুনার বিপক্ষেও খেলতে পারবেন না তিনি। শেষ পর্যন্ত শাস্তি না কমলে ২৯ এপ্রিল এস্পানিওলের বিপক্ষে ফিরবেন সাবেক সান্তোসের এই তারকা ফুটবলার। নেইমার চলতি মাসের শুরুতে লীগে মালাগার মাঠে বার্সিলোনার ২-০ গোলের হারটিতে দ্বিতীয় দফায় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। নিয়মানুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার কথা ছিল তার। কিন্তু মাঠ ছাড়ার সময় চতুর্থ রেফারিকে ব্যঙ্গ করায় ব্রাজিলের এই ফরোয়ার্ডকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় স্পেনের ফুটবল ফেডারেশন। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের কাছে দুই লেগেই পরাস্ত হওয়ার কারণে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর নেইমারের নিষেধাজ্ঞা বহালের ঘটনা স্পানিশ লীগের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কাই বটে। কারণ আজ রিয়ালের মাঠে হারলে কাতালানদের শিরোপা ধরে রাখাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। শুধু নেইমারই নন, চোটের কারণে ভিদাল এবং রাফিনিয়াকেও পাচ্ছে না লুইস এনরিকে। আর্দা তুরানের ফিটনেসও রয়েছে নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে। এছাড়াও দলটির সবচাইতে বড় তারকা লিওনেল মেসিও রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচে কোন গোল পাননি। তবে এলএম টেনের জন্য অনুপ্রেরণা হতে পারে বার্নাব্যুই। কেননা এই মাঠেই তিনি মাদ্রিদের বিপক্ষে শেষবার গোল করেছিলেন। ২০১৪ সালের মার্চে তার হ্যাটট্রিকের সৌজন্যেই দশজনের রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছিল তার দল। এদিকে দলের কঠিন সময়েও রিয়াল মাদ্রিদের মাঠে মর্যাদার এল ক্লাসিকো জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেনন বার্সিলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। জুভেন্টাসের কাছে হেরে ইউরোপ সেরার টুর্নামেন্ট থেকে বিদায়ের পরই পিকে বলেন, ‘আমরা মানুষ। অবশ্যই কিছু না কিছু আমাদের পারফর্মেন্সে প্রভাব ফেলছে এটি আমাদের জন্য বড় ম্যাচ। আমরা সেখানে লড়াই করার জন্য এবং জেতার জন্যই যাব। যদি আমরা নিজেদের সেরাটা না-ও দিতে পারি তবুও আমরা জিততে পারব বলে বিশ্বাস করি।’ এদিকে এটাই ক্যারিয়ারের শেষ এল ক্লাসিকো হতে যাচ্ছে বার্সিলোনার কোচ লুইস এনরিকের। এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকলেও এনরিকের কাছে সান্তিয়াগো বার্নাব্যুর ‘এল ক্লাসিকো’ সবদিক থেকেই ফাইনালের মর্যাদা পাচ্ছে। বার্সার ট্রেবলজয়ী কোচের মতে, তাদের এবারের লীগ শিরোপার সম্ভাবনা নির্ভর করছে এ ম্যাচের ওপর। সেল্টা ভিগোর সাবেক কোচ এ ম্যাচকে অনেক দিক থেকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন, ‘অনেক দিক থেকে এটা বিশেষ একটি ম্যাচ। কারণ হলো মৌসুমের শেষ পর্যায়ে আমরা আছি এবং আমরা খেলছি চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান শীর্ষ দলটির বিপক্ষে। এটা খুব মূল্যবান ম্যাচ। লা লিগার শিরোপার দৌড় হয় নির্ধারণ হয়ে যাবে নয় তো লড়াইটা আরও উন্মুক্ত হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘কোন সন্দেহ নেই যে এটা আমাদের জন্য ফাইনাল। এ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে লা লিগার শিরোপার জন্য আমাদের লড়াই শেষ না আছে। অবশ্য তারপরও লীগের অবস্থা গাণিতিকভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা হেরে গেছি বলতে পারব না।’ কোচ হিসেবে জিনেদিন জিদান যোগ দেয়ার পর থেকেই উড়ছে রিয়াল মাদ্রিদ। গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে তার দল। এরপর উয়েফা সুপার কাপ এবং শেষে ফিফা ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। এবার লা লিগার শিরোপা জয়ের হাতছানি তার সামনে। দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও দুর্দান্ত ফর্মে। বেয়ার্ন মিউনিখকে হারিয়ে গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে তারা। যেখানে দুই লেগ মিলিয়ে রোনাল্ডো একাই করেন পাঁচ গোল। তবে স্বাগতিকদের জন্য সুখবর হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে ওঠার আনন্দের মধ্যেই গ্যারেথ বেল ইনজুরি সারিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। তবে স্প্যানিশ লা লিগায় এবার গোলদাতার তালিকায় অনেক এগিয়ে মেসি। ২৯ গোল নিয়ে শীর্ষে আছেন এলএম টেন। ২৪ গোল নিয়ে দ্বিতীয় স্থানে লুইস সুয়ারেজ। রোনাল্ডোর গোল ১৯। তাই লড়াইটা এখানেই। এই আসরের প্রথম লেগের ম্যাচটি অবশ্য ১-১ গোলের ড্র রয়েছে। এই ম্যাচ তাই দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ।
×