ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাপলের নমনীয়তা

প্রকাশিত: ০৬:৩৮, ৮ এপ্রিল ২০১৭

এ্যাপলের নমনীয়তা

ইমেজিনেশনের শেয়ারমূল্য ৬৯ শতাংশ নেমে ৮৫ পেন্স-এর চলে আসে, যা ২০০৯ সালের পর থেকে প্রতিষ্ঠানটির জন্য সর্বনিম্ন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় গ্রাহক তাদের কাছ থেকে আগামী পণ্যগুলোর জন্য চিপ নেওয়া ১৫ মাস থেকে দুই বছরের মধ্যে বন্ধ করে দেবে- এমন ঘোষণা আসার আগে শুক্রবার লেনদেন শেষে ইমেজিনেশনের প্রতি শেয়ারের মূল্য ছিল ২.৭০ পাউন্ড। ব্রিটিশ প্রতিষ্ঠানটি বর্তমানে এ্যাপলের আইফোন, আইপ্যাড আর আইপডের জন্য চিপ সরবরাহ করে। কিন্তু এ্যাপল জানিয়েছে, তারা তাদের ‘পণ্যের জন্য নিজস্ব স্বাধীন ডিজাইন বানাচ্ছে ও এর মাধ্যমে ভবিষ্যতে ইমেজিনেশন টেকনোলজিসের ওপর তাদের নির্ভরতা কমানো হবে।’ এ নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি বলে, ‘ইমেজিনেশন-এর পেটেন্ট, মেধাস্বত্ব ও গোপন তথ্যের লঙ্ঘন না করে ইমেজিনেশন-এর প্রযুক্তির আর দরকার হবে না এমন বিবৃতির পক্ষে এ্যাপল এখনও কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি।’ ‘এসব প্রমাণের জন্য ইমেজিনেশন-এর পক্ষ থেকে অনুরোধ করা হলেও এ্যাপল তা দিতে অস্বীকৃতি প্রকাশ করেছে।’ নিজেদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে ব্রিটিশ প্রতিষ্ঠানটি তাদের অন্য গ্রাহকদের সঙ্গে থাকা চুক্তির কথা বললেও, এ্যাপলের সঙ্গে থাকা চুক্তিকে ‘প্রয়োজনীয়’ বলে উল্লেখ করে। প্রতিষ্ঠানটি তাদের মোট আয়ের অর্ধেকের জন্য এ্যাপলের উপরই নির্ভর করে বলে মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে অনুরোধ করা হলেও, এ্যাপলের পক্ষ থেকে কোন মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করা হয়েছে, বলা হয় ওই প্রতিবেদনে। সূত্র ॥ সিএনবিসি
×