ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুর হাইকমিশনে স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ০৩:০০, ২৯ মার্চ ২০১৭

সিঙ্গাপুর হাইকমিশনে স্বাধীনতা দিবস পালিত

কূটনৈতিক রিপোর্টার ॥ সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে ৪৭-তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। সিঙ্গাপুরের সাংগ্রিলা হোটেলের বলরুমে আয়োজিত এ সম্বর্ধনা অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন সিঙ্গাপুর ও বাংলাদেশ সরকারের মন্ত্রী, সিঙ্গাপুরস্থ বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিঙ্গাপুরের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. লাম পিন মিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ সিঙ্গাপুর পার্লামেন্টের দু’জন সংসদ সদস্য। সম্বর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ-সিঙ্গাপুর সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে আগামী দিনে দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম থেকেই দু’দেশ আঞ্চলিক ও আর্ন্তজাতিক রাজনীতি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, ভবিষ্যতেও বজায় থাকবে। সিঙ্গাপুরের অভাবনীয় অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে তিনি আরো উল্লেখ করেন, ব্যবসা বাণিজ্যসহ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রগুলিতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশর জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এছাড়া প্রায় দেড় লাখ বাংলাদেশি শ্রমিকদের সিঙ্গাপুরে কর্মসংস্থানের জন্য তিনি সিঙ্গাপুরের জনগণ ও সরকারের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিঙ্গাপুরের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘‘The Straits Times” এ তিন পৃষ্ঠার একটি রঙিন ক্রোড়পত্র এবং “Bangladesh Beckons” শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করে যা সর্বমহলে প্রশংসিত হয়।
×