ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বনসালির প্রসঙ্গে যা বললেন দীপিকা

প্রকাশিত: ১৯:৫৬, ২৭ মার্চ ২০১৭

বনসালির প্রসঙ্গে যা বললেন দীপিকা

অনলাইন ডেস্ক॥ নির্মাতা সঞ্জয় লীলা বনসালি’র সঙ্গে কাজ করা প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন বললেন, তিনি অভিনেতাদের ভেতর থেকে সেরা কাজ বের করে আনতে পারেন। সঞ্জয় লীলা বনসালির সঙ্গে এই মুহূর্তে ‘পদ্মাবতী’র কাজে ব্যাস্ত রয়েছেন দীপিকা। তবে এর আগে তিনি কাজ করেছেন এই নির্মাতার ‘গোলিও কি রাসলীলা : রাম-লীলা’ এবং ‘বাজিরাও মাস্তানি’তেও। সঞ্জয়-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে দীপিকা বলেন, “তার সঙ্গে কাজের সুবিধাও আছে, আছে চ্যালেঞ্জও। অভিনেত্রী হিসেবে বলবো, তিনি আমার ভেতরের সেরাটা বের করে আনেন। একজন শিল্পীর জন্য এর চেয়ে সৃজনশীল কোনো অভিজ্ঞতা আর হতে পারেনা। যেভাবে তিনি আপনাকে ব্যস্ত করে তুলবেন, একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়বেন, আমি এ কারণেই তার সিনেমায় কাজ করতে চাই।” দীপিকা আরও বলেন, “আমার এবং তার জন্য প্রতিবারই নতুন কিছু বের করে আনা কষ্টকর। এটা এক দারুণ ব্যাপার। তবে এইবারে আমার আর রণবীর (রণবীর সিং)-এর কাছ থেকে নতুন কিছু বের করে আনাটা তার উপরই ছেড়ে দিচ্ছি।” এদিকে ভারতের উগ্রবাদী দল করনি সেনার আক্রমণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে ইতিহাস নির্ভর সিনেমা ‘পদ্মাবতী’র শুটিং। সিনেমার কলাকুশলীরা বারবার এতে বিতর্কিত কিছু রাখা হয়নি দাবি করে আসলেও তা মানতে নারাজ উগ্রবাদীরা। এতোকিছুর পরও সিনেমার আরেক অভিনেতা শাহিদ কাপুর এব্যাপারে বলেছেন, “আমাদের চেষ্টা থাকবে এরপরও সিনেমার শুটিং ঝামেলা ছাড়াই শেষ করা। আমরা কেবল এটাই আশা করছি যে, সিনেমা যখন মুক্তি পাবে, মানুষ যেন নিরপেক্ষ দৃষ্টিতে এটা দেখতে আসে। সঞ্জয় স্যার মানুষের অনুভূতির গুরুত্ব দিচ্ছেন। আমরা এমন কিছু করবো না যা কাউকে আঘাত করবে।”
×