ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস ক্রিকেটে লিটনের ঝড়ো সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ মার্চ ২০১৭

স্বাধীনতা দিবস ক্রিকেটে লিটনের ঝড়ো সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি টি২০ ম্যাচ। যদিও ১৮ ওভারের খেলা হয়েছে। সাবেক খেলোয়াড়দের নিয়ে দুটি দল গড়া হয়েছিল। এনামুল হক মনির নেতৃত্বে বাংলাদেশ সবুজ দল ৯৪ রানে বিধ্বস্ত করে আকরাম খানের বাংলাদেশ লাল দলকে। জাতীয় দলের সাবেক ওপেনার হারুনুর রশীদ লিটন টর্নেডো এক সেঞ্চুরি হাঁকিয়েছেন। টস জিতে আগে ব্যাটিং নামে সবুজ দল। মাত্র ৫০ বলে ১১ চার ও ১০ ছক্কায় ১১৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলা লিটন। এছাড়া এহসানুল হক সিজান ১৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩, ফয়সাল হোসেন ডিকেন্স ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৩ এবং হান্নান সরকার ৮ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন। ১৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৬৫ রানের বিশাল সংগ্রহ পায় সবুজ দল। জবাবে ১৭১ রানেই গুটিয়ে যায় লাল দলের ইনিংস। হাসানুজ্জামান ২৪ বলে ৪ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩২, মিনহাজুল আবেদিন নান্নু ২২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১, জাভেদ ওমর ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ ও মুশফিকুর রহমান বাবু ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন। সবুজ দলের হয়ে নিয়ামুর রশীদ রাহুল, রশিদুল ইসলাম সুমন ও হান্নান সরকার দুটি করে উইকেট নেন।
×