ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ট্যান্ডার্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:৫৩, ২৩ মার্চ ২০১৭

স্ট্যান্ডার্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসসহ মোট ১০ শতাংশ ঘোষণা করেছে। বুধবার ২২ মার্চ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুলিশ কনভেনশন হলে, ইস্কানট রোড, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল। উল্লেখ্য, ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২.৪৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×