ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিআরটিএর চারটি ভ্রাম্যমাণ আদালতে ১৭ জনকে কারাদ-

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

বিআরটিএর চারটি ভ্রাম্যমাণ আদালতে ১৭ জনকে কারাদ-

বিআরটিএ’র চারটি ভ্রাম্যমাণ আদালত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করে। এ সময় তারা লাইসেন্সবিহীন গাড়ি চালানো ও মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০২টি মামলায় এক লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় এবং লাইসেন্সবিহীন গাড়ি চালনার অপরাধে ১২টি মামলায় ১২ জন গাড়িচালক ও বিআরটিএ’র অফিসে দালালির অভিযোগে ৫টি মামলায় ৫ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে। এর মধ্যে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে ধোলাইপাড় এলাকায়, মুহম্মদ আব্দুস সালামের নেতৃত্বে আগারগাঁও এলাকায়, মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে বিমানবন্দর এলাকায় ও জোহরা খাতুনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। -বিজ্ঞপ্তি
×