ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাষাদূষণ বিপজ্জনক;###;এম. মনসুর আলী

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ আ-মরি বাংলা ভাষা

প্রকাশিত: ০৩:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ আ-মরি বাংলা ভাষা

বছর ঘুরে আবার ফিরে এসেছে ভাষা সংগ্রামের মাস। ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, জাতীয় শোকের দিন। এই দিনে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামের আত্মদানকারী সকল শহীদকে, যাঁদের আত্মত্যাগের ফলে আজ আমরা সগৌরবে বাংলায় কথা বলতে পারছি। আমাদের দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, শহর-নগর-গ্রাম-বন্দর সর্বত্র একুশে উদযাপিত হয়। শিক্ষার মাধ্যমও এখন বাংলা। কিন্তু দুঃখের বিষয় বাংলা ভাষা এখন পর্যন্ত রাষ্ট্রের সর্বক্ষেত্রে উপযুক্ত মর্যাদা পায়নি। উচ্চ আদালতে পুরোপুরি বাংলার ব্যবহার হচ্ছে না। প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য শাখায় শিক্ষার মাধ্যম হিসেবে এখন পর্যন্ত বাংলা ভাষার প্রচলন হয়নি। পরিতাপের বিষয় প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শুদ্ধরূপে বাংলা ভাষা লেখা ও বলার ক্ষেত্রে যে দুরবস্থা বিরাজ করছে, তা অত্যন্ত লজ্জাজনক। অনেকে শুদ্ধ বানানে ঠিকমতো লিখতে জানে না, ভুল উচ্চারণে ভাষাকে বিকৃত করে, অথচ তারাই কিনা ইংরেজী বলতে পারলে নিজেকে ‘শিক্ষিত’ এবং এক ধরনের অভিজাত বলে মনে করে। বাংলাকে বর্জন করে অপ্রয়োজনে শতভাগ ইংরেজীতে বিয়ের কার্ড, জন্মদিনের কার্ড ছাপানো এবং ইংলিশ স্কুলের ব্যবসা প্রতিষ্ঠান চালু করা বাংলাভাষাকে অপমান করা নয় কি? ইদানীং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার অজুহাত দেখিয়ে আমরা ইংরেজীকে প্রাধান্য দিতে গিয়ে বাংলাকে অবজ্ঞা করছি। সময়ের সঙ্গে সঙ্গে দিন বদল হবে, সমাজে পরিবর্তন আসবে তা ঠিক আছে কিন্তু মূলকে ভুলে যাওয়া কেন? যে ভাষার জন্য ভাষা আন্দোলন, প্রাণ বিসর্জন তা ধীরে ধীরে ম্লান হবে কেন? ভাষা দূষণ পরিবেশ দূষণের মতো বিপজ্জনক। তাই আমাদের একুশের প্রতিজ্ঞা হোক, জীবনের সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু করে মাতৃভাষা বাংলাকে সর্বক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করা। জয় হোক মাতৃভাষা বাংলার। সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া থেকে
×