ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অলটেক্স

প্রকাশিত: ০৪:০৫, ২৩ জানুয়ারি ২০১৭

একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অলটেক্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজ অঙ্গ প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিকস ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূতের সিদ্ধান্ত নিয়েছিল। ঋণদাতা ব্যাংকগুলো অনুমোদন না দেয়ায় সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লি.। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, একীভূত ইস্যুতে কোম্পানির ঋণদাতা ব্যাংকগুলোর অনুমোদন পাওয়া যায়নি। যদিও গত ১৯ মার্চ, ২০১৬ তারিখে এ বিষয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদন দিয়েছিল। তবে ঋণদাতাদের আপত্তির কারণেই আমরা একীভূতের সিদ্ধান্ত বাতিল করেছি। এর আগে গত বছরের শুরুতে অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও সহযোগী প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্স একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৯ মার্চ ইজিএম করেছে কোম্পানিটি। একীভূত করার বিষয়ে উচ্চ আদালতের অনুমতিও কোম্পানিটি। তবে এ বিষয়ে বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে বিএসইসিও আদালতের শরণাপন্ন হয়েছিল। প্রসঙ্গত, একীভূতকরণে অলটেক্স ইন্ডাস্ট্রিজের প্রতি একটি শেয়ারের বিপরীতে অলটেক্স ফেব্রিক্সের ০.৩০টি শেয়ার ধরা হয়েছিল। কোম্পানি দুইটির নিট সম্পদমূল্যের উপর ভিত্তি করে এ অনুপাত নির্ধারণ করা হয়েছিল। ১৯৯৬ সালে অলটেক্স ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস এবং ২০১৫ সালে ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত কোম্পানিটি কোন লভ্যাংশ না দেয়ায় জেড ক্যাটাগরিতে লেনদেন হয়েছে। পরে ২০১৫ সালে এ ক্যাটাগরিতে উন্নীত হয়।
×