ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বিকাশে চাকরির সুবর্ণ সুযোগ! ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

প্রকাশিত: ১৩:০০, ৩ জুলাই ২০২৫

বিকাশে চাকরির সুবর্ণ সুযোগ! ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডে ‘অফিসার/সিনিয়র অফিসার, ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদের নাম:
অফিসার/সিনিয়র অফিসার, ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস

পদের সংখ্যা:
১ জন

কর্মস্থল:
ঢাকা (শুধুমাত্র অফিসে কাজ করতে হবে)

চাকরির ধরন:
ফুল টাইম

আবেদনের শেষ তারিখ:
৬ জুলাই ২০২৫

বেতন:
আলোচনা সাপেক্ষে

যোগ্যতা:

  • মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি।

  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

  • সংশ্লিষ্ট খাত: ব্যাংক, টেলিকম, এফএমসিজি, বিজ্ঞাপন সংস্থা, আইটি ইনেেবলড সার্ভিস, ফিনটেক স্টার্টআপ।

  • পাওয়ারপয়েন্ট, ক্যানভা ইত্যাদি ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরির দক্ষতা।

  • টিমওয়ার্কে পারদর্শিতা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা।

  • দ্রুতগতির পরিবেশে কাজের চাপ সামলানোর দক্ষতা।

  • বিশদ মনোযোগ ও মানসম্মত কাজের প্রতি দায়বদ্ধতা।

দায়িত্ব:

  • বিকাশের সেবা ও ব্যবহারকারী বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি।

  • ডিজিটাল সমাজ গঠনে বিকাশের ভূমিকা ও ডিজিটাল আচরণ পরিবর্তনে কমিউনিকেশন ভূমিকা নিয়ে কাজ করা।

  • প্রজেক্ট রোডম্যাপ তৈরি ও কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন।

  • ব্র্যান্ড ইমেজ উন্নয়ন ও ব্যবসায়িক মূল্য সৃষ্টির সুযোগ চিহ্নিত করা।

  • বিভিন্ন টিমের সঙ্গে সমন্বয় করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণা চালানো।

  • অনলাইন উপস্থিতি, পুরস্কার আবেদনসহ করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস পরিচালনা।

  • কমিউনিকেশন লক্ষ্য অনুযায়ী স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি।

  • ব্র্যান্ড লক্ষ্য অনুযায়ী বহুমাত্রিক প্ল্যাটফর্মে প্রচার ও পার্টনারশিপ কার্যক্রম পরিচালনা।

  • বাহ্যিক সংস্থার সঙ্গে সমন্বয় করে ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি ও পার্টনার এনগেজমেন্ট নিশ্চিত করা।

  • কমিউনিটি কেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে ব্র্যান্ডের প্রতি অনুগততা তৈরি।

  • ডিজিটাল অ্যানালিটিক্স টুল ব্যবহারের মাধ্যমে প্রচারণা বিশ্লেষণ ও ইন্ডাস্ট্রি ট্রেন্ড পর্যবেক্ষণ।

প্রয়োজনীয় দক্ষতা:

  • সৃজনশীল চিন্তাধারা ও সমস্যা সমাধানের দক্ষতা।

  • পার্টনারশিপ ম্যানেজমেন্ট ও স্টেকহোল্ডার ম্যানেজমেন্টে অভিজ্ঞতা।

কর্মস্থল:

শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬, স্বাধীনতা টাওয়ার।

আবেদন লিংক: https://jobs.bdjobs.com/jobdetails/?id=1378277&ln=1&JobKeyword=bkash

আবির

×