ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ভালুকায় ৮ বছরের শিশুর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ

প্রকাশিত: ১৮:৪৬, ৩ জুলাই ২০২৫

ভালুকায় ৮ বছরের শিশুর লাশ উদ্ধার

সংগৃহীত প্রতীকী ছবি

ভালুকা  উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবনকোঠা গ্রামে বুধবার (০২ জুলাই) ঘটনার রাতে মো. মোশারফ হোসেন (০৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সে গাইবান্ধা জেলার মাস্টার পাড়ার মো. নুরুজ্জামানের ছেলে। থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার মাস্টার পাড়ার মো. নুরুজ্জামান ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবনকোঠা গ্রামের জনৈক রিয়াজ উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করেন। গত বুধবার (০২ জুলাই) ঘটনার রাতে ছেলে মোশারফকে বাসায় রেখে তার মা-বাবা কাজে যান।

রাত সাড়ে আটটার দিকে তাদের এক আত্মীয়া ওই বাড়ি গিয়ে মোশারফদের ঘরের দরজা বন্ধ দেখেন। ওই সময় ডাকাডাকি করেও ঘর থেকে কোন সারা শব্দ না পেয়ে তিনি মো. নুরুজ্জামনকে খবর দেন। পরে নুরুজ্জামান পাশের ঘর দিয়ে তার কক্ষেক্ষ প্রবেশ করে ছেলেকে ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে, ওই অবস্থা থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।


ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) আমিনূল ইসলাম জানান, উদ্ধার করা শিশু মোশারফ হোসেনের লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সাব্বির

×