ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ফটিকছড়িতে পোলট্রি খামারে ৫০০ মুরগির অস্বাভাবিক মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:৪২, ৩ জুলাই ২০২৫

ফটিকছড়িতে পোলট্রি খামারে ৫০০ মুরগির অস্বাভাবিক মৃত্যু!

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিপাড়া এলাকায় একটি পোল্ট্রি খামারে হঠাৎ করে মারা গেছে ৫ শতাধিক সোনালি মুরগি।

বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

খামারি আব্দুর রহিম মনা জানান, “আমি ওই দিন রাত ১১টার দিকে মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ি ফিরে যাই। মুরগিগুলো ইতোমধ্যে নাজিরহাট বাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রি হয়ে গিয়েছিল। সকালবেলা সেই ব্যবসায়ী মুরগি নিতে আসার কথা ছিল। কিন্তু সকালে উঠে দেখি, খামারের প্রায় সব মুরগি মারা পড়ে আছে। ঠিক কী কারণে এমন হলো, তা বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘ ১২ বছর ধরে পোলট্রি খামার পরিচালনা করে আসছি। এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। এতে করে আমার বিশাল পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই এবং ক্ষতিপূরণ দাবি করছি।”

এদিকে স্থানীয়দের ধারণা, খাবারে বিষক্রিয়া কিংবা কোনো ভাইরাসের কারণে মুরগিগুলো মারা যেতে পারে। তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। খামারটিতে কীভাবে এই বিপর্যয় ঘটল, তা জানতে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

শহীদ

×