
ছবি: সংগৃহীত
দেশজুড়ে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার এখন সাধারণ ব্যাপার হলেও, একটিমাত্র অসতর্ক মুহূর্ত ভয়াবহ বিস্ফোরণের কারণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ ভুলই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তোলে।
সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজন শিশু রয়েছে, যার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরের চুলার গ্যাসের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে।
বিশেষজ্ঞরা যেসব সাধারণ ভুলের কথা বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
* ব্যবহারের পরও চুলা বা গ্যাস লাইন ভালোভাবে বন্ধ না করা।
* রান্নাঘরে যথেষ্ট বায়ু চলাচলের ব্যবস্থা না থাকা।
* পুরোনো ও মেয়াদোত্তীর্ণ রেগুলেটর ও পাইপ ব্যবহার করা।
* গ্যাসের গন্ধ পেয়েও অবহেলা করা বা পরীক্ষা না করা।
* রান্নাঘরের আশেপাশে আগুনের উৎস থাকা।
দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন:
* প্রতিবার ব্যবহারের পরে গ্যাসের রেগুলেটর বন্ধ করা।
* সিলিন্ডার ও সংযুক্ত পাইপ নিয়মিত পরীক্ষা করা।
* গ্যাসের গন্ধ পেলেই কোনোভাবেই আগুন না জ্বালিয়ে জানালা-দরজা খুলে দেওয়া ও গ্যাস কোম্পানিতে যোগাযোগ করা।
* রান্নাঘরে ধূপকাঠি, মোমবাতি বা অন্য কোনো খোলা আগুন ব্যবহার থেকে বিরত থাকা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, সচেতনতা বাড়ানো গেলে এ ধরনের দুর্ঘটনা সহজেই প্রতিরোধ করা সম্ভব। একটি ছোট ভুল পুরো পরিবারকে ভয়াবহ বিপদের মুখে ফেলতে পারে। তাই গ্যাস সিলিন্ডার ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।
আসিফ