ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরফের ফাঁদে...

প্রকাশিত: ০৫:৪৭, ১৫ জানুয়ারি ২০১৭

বরফের ফাঁদে...

ইউরোপে প্রচ- শীতে দানিয়ুব নদীর পানি জমে বরফ হয়ে গেছে। গত সোমবার নদীর পাশ দিয়ে চলতে গিয়ে একটি শিয়াল নদীটিতে পড়ে যায়। তারপর সে আর উঠতে পারেনি। প্রাণহীন দেহটিও আর ভেসে ওঠেনি পানিতে, আটকে যায় বরফের ভিতর। শিয়ালটির এই দুর্দশা প্রত্যক্ষ করেছেন জার্মান শিকার ফ্রাঞ্জ স্টিলে। ফ্রিদিগেন্দ এলাকায় স্টিলের পারিবারিক হোটেলের সামনে বরফের মধ্যে আটকে থাকা শিয়ালটি তিনি এনে রেখেছেন এজন্য যে, অন্যরা যেন শিয়ালের এই অবস্থা দেখে সতর্ক হতে পারে। ধারণা করা হচ্ছে শিয়ালটি নদীর ওপরে বরফের পাতলা স্তর ভেঙ্গে পড়ে গিয়েছিল। প্রচ- ঠা-া পানি এক সময় বরফে পরিণত হয়। ফলে শিয়ালের প্রাণহীন দেহটি বরফে আটকে পড়ে। দেখে মনে হয় যেন বরফের ফাঁদে আটকা পড়েছে শিয়ালটি। ফ্রাঞ্জ স্টিলে বলেন, দানিয়ুব নদী বিপজ্জনক। এর আগেও তিনি বরফে জমে থাকা হরিণ, বন্যশূকর দেখেছেন। -বিবিসি
×