ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৫:৫৬, ১২ জানুয়ারি ২০১৭

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেটে বুধবার মোট ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১৯ লাখ ৬৯ হাজার ৫৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৬৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার গ্রামীণফোন ও ইউনিক হোটেল ৫ লাখ শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। এর মধ্যে গ্রামীণফোন ১৪ কোটি ৫১ লাখ টাকার ও ইউনিক হোটেল ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সিটি ব্যাংক ২ লাখ ৬১ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭১ লাখ টাকা। ডিবিএইচ ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ২০ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, সিভিও পেট্রো, জেনারেশন নেক্সট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএসআরএম স্টিল ও জাহিন স্পিনিং। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে এ্যাপেক্সের দুই কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত এ্যাপেক্স গ্রুপের দুই কোম্পানির সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ আগামী রবিবার থেকে বিতরণ করা হবে। চলবে মঙ্গলবার পর্যন্ত। কোম্পানি দুইটি হচ্ছে - এ্যাপেক্স স্পিনিং ও এ্যাপেক্স ফুডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানি দুইটি ১৫-১৭ জানুয়ারি শেয়ারহোল্ডারদের মধ্যে সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ করবে। ওইদিন কোম্পানির রেজিস্ট্রেড অফিস রূপায়ন গোল্ডেন এজ, গুলশানে লভ্যাংশ বিতরণ করা হবে। প্রতিদিন অফিস চলাকালীন লভ্যাংশ সংগ্রহ করতে পারবে বিনিয়োগকারীরা। -অর্থনৈতিক রিপোর্টার
×