ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আর্টিলারি রেজিমেন্টসহ বিভিন্ন রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ০৫:৫৪, ৩০ ডিসেম্বর ২০১৬

আর্টিলারি রেজিমেন্টসহ  বিভিন্ন রিক্রুট ব্যাচের  প্রশিক্ষণ সমাপনী  কুচকাওয়াজ

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ২০১৬ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রামের আর্টিলারি সেন্টার এ্যান্ড স্কুলের (এসিএ্যান্ডএস) শহীদ মেজর নজমুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রিক্রুটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ২০১৬ রিক্রুট ব্যাচে সৈনিক (গানার এডি) মোঃ আকবর হোসেন সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী সৈনিক হিসেবে বিবেচিত হয়। অস্ত্র প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী সৈনিক (গানার এডি) মোঃ বিপ্লব হোসেন, কুচকাওয়াজ প্রশিক্ষণার্থী সৈনিক (গানার ফিল্ড) মোঃ সাব্বির হোসেন এবং শরীরচর্চা প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী সৈনিক (করণিক) মোঃ কবির হোসেন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী সৈনিক হিসেবে ট্রফি গ্রহণ করেন। এছাড়াও ২০১৬ রিক্রুট ব্যাচের শ্রেষ্ঠ ব্যাটারি হিসেবে নাছির প্রশিক্ষণ ব্যাটারি নির্বাচিত হয়। কোর অব ইঞ্জিনিয়ার্সের রিক্রুট ব্যাচ ২০১৬-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ॥ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ২০১৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার এ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই) এর ‘শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা’ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। কর্নেল কমান্ড্যান্ট, কোর অব ইঞ্জিনিয়ার্স মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এই কুচকাওয়াজে ১৪২ জন মহিলা রিক্রুটসহ সর্বমোট ৯১০ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। এএসসি, আরভিএ্যান্ডএফসি এবং এসিসি রিক্রুট ব্যাচ ১৬-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ॥ সেনাবাহিনীর সার্ভিস কোর (এএসসি), আরভিএ্যান্ডএফসি এবং আর্মি কোর অব ক্লার্ক (এসিসি) রিক্রুট ব্যাচ-১৬ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ খুলনার জাহানাবাদ সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, কর্নেল কমান্ড্যান্ট, এএসসি এ্যান্ড আরভিএ্যান্ডএফসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এএসসি, আরভিএ্যান্ডএফসি এবং এসিসি রিক্রুট ব্যাচ-১৬ এর রিক্রুট সৌরভ কুমার সেন সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট এবং রিক্রুট শাহীনুর রহমান দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন। উল্লেখ্য, আর্মি সার্ভিস কোরে ৪র্থ বারের মতো ৯৫ জন মহিলা রিক্রুটসহ সর্বমোট ৪৩৮ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। ওসিএ্যান্ডএস রিক্রুট ২০১৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ॥ সেনাবাহিনীর অর্ডন্যান্স সেন্টার এ্যান্ড স্কুলের রিক্রুট ২০১৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান গাজীপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার এ্যান্ড স্কুল (ওসিঅ্যান্ডএস) এ অনুষ্ঠিত হয়। কর্নেল কমান্ড্যান্ট, কোর অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ আব্দুস সালাম খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রিক্রুটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এএমসি রিক্রুট ব্যাচ ’১৬’র প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ॥ এএমসি রিক্রুট ব্যাচ ২০১৬-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান আর্মি মেডিক্যাল কোর সেন্টার এন্ড স্কুলের (এএমসিসিএন্ডএস), শহীদ বীর উত্তম সিপাহী (জিডিএ) নুরুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সাজ্জাদুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন। এ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ৫৫ জন রিক্রুট নবীন সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত হয়। আর্মি মেডিক্যাল কোরের রিক্রুট ব্যাচ ২০১৬-এর রিক্রুট নয়ন রায় শ্রেষ্ঠ রিক্রুট ও মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান তালুকদার ২য় শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন। -আইএসপিআর
×