ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদেই থাকছেন রড্রিগেজ

প্রকাশিত: ০৬:২২, ২৯ ডিসেম্বর ২০১৬

রিয়াল মাদ্রিদেই থাকছেন রড্রিগেজ

স্পোর্টস রিপোর্টার ॥ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না জেমস রড্রিগেজ। কলম্বিয়ার এই তারকা ফুটবলারের প্রতিনিধি জর্জ মেন্ডিসই এই তথ্য নিশ্চিত করেছে। মূলত পারফর্মেন্সে ঘাটতি থাকার কারণে বেশ কিছুদিন ধরে প্রায়ই মূল একাদশের বাইরে কাটাতে হচ্ছে রড্রিগেজকে। এ কারণেই গুজব উঠেছিল জানুয়ারিতে হয়তবা সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাচ্ছেন তিনি। সেইসঙ্গে বেশ কয়েকটি ক্লাব থেকে তার প্রতি আগ্রহের কথাও শোনা গিয়েছিল। বিশেষ করে কলম্বিয়ান প্লে­মেকারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। যা এখন আর গোপান নেই। কিন্তু এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার প্রতিনিধি। নিয়মিত একাদশে না খেলতে পারার কারণে বার্নাব্যুতে নিজের হতাশার কথা জানিয়েছিলেন জেমস রড্রিগেজ। সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ক্লাব বিশ^কাপের পরই হয়ত মাদ্রিদ ছেড়ে দেবেন তিনি। তখন বেশ কয়েকটি ক্লাবের আগ্রহের কথাও জানিয়েছিলেন জেমস রড্রিগেজ। এ বিষয়ে তখন রড্রিগেজ সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদে থাকার বিষয়টি আমি নিশ্চিত করে বলতে পারছি না। আমার কাছে বেশ কয়েকটি প্রস্তাব রয়েছে। ভবিষ্যত নিয়ে ভাবতে আমার হাতে সাতদিন সময় রয়েছে। যদিও মাদ্রিদে থাকতে পেরে আমি দারুণ খুশি। এখানে আমি আরও ম্যাচ খেলতে চাই। যদিও এখানকার অভিজ্ঞতা আমার জন্য মিশ্র। ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলতে চেয়েছিলাম। তারপরেও শিরোপা পেয়ে আমি দারুণ খুশি। এটি আমার ক্যারিয়ারের ১৫তম শিরোপা।’ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন রড্রিগেজ। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে সেবারই বিশ্ব ফুটবলে আলাদা করে জায়গা করে নেন তিনি। সে বছরই রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে মাদ্রিদে যোগ দিয়েছিলেন রড্রিগেজ। তার সঙ্গে ক্লাবের বর্তমান চুক্তির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। এখনও দীর্ঘ সময়ের চুক্তি রয়েছে তার। কিন্তু বর্তমানে বেশির ভাগ ম্যাচেই বদলি বেঞ্চে থাকতে হয় তাকে। তাই ক্লাব ছাড়তে আগ্রহী কলম্বিয়ান স্ট্রাইকার। তবে অনেক ফুটবলবোদ্ধাই মনে করছেন গ্রীষ্মে তার মাদ্রিদ ছেড়ে যাওয়াটা বিস্মিত করবে। রিয়ালের দল বদল সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ সম্প্রতি কমানো হয়েছে। এর অর্থ হচ্ছে জিনেদিন জিদানের দল মৌসুমের শেষে ট্রান্সফার উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই নতুন খেলোয়াড় দলে নিতে পারবে।
×