ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজহারের ইতিহাসের পর ওয়ার্নারের ব্যাটিং ঝড়

প্রকাশিত: ০৬:২১, ২৯ ডিসেম্বর ২০১৬

আজহারের ইতিহাসের পর ওয়ার্নারের ব্যাটিং ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির পর মেলবোর্নে চলছে ব্যাটসম্যানদের দাপট। প্রথম দুই দিনে খেলা হয়েছিল ১০২ ওভার, তিন শ’র ওপরে রান তুলে নিয়েছিল পাকিস্তান। বুধবার তৃতীয় দিনেই সর্বোচ্চ ৮৩ ওভার খেলা হয়েছে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে মিসবাহ-উল হকের দল। পাকিস্তানী হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পর সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন আজহার আলি (২০৫*)। জবাবে ৫৮ ওভারেই ২ উইকেটে ২৭৮ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া! ১৪৪ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়ে ৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন ডেভিড ওয়ার্নার। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে উসমান খাজা। ১০ রান নিয়ে তার সঙ্গে আছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। সব মিলিয়ে ১৬৫ রানে পিছিয়ে স্বাগতিকরা। আজ চতুর্থ দিন। স্বাভাবিক নিয়মে হয়ত ড্র-ই হতে পারে শেষ পরিণতি। তবে এক পক্ষ যেহেতু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান, তাই অন্য কিছু ঘটলেও অবাক হওয়ার থাকবে না! ১৯৭২ সালে মজিদ খান করেছিলেন ১৫৮। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল কোন পাকিস্তানী ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ১৩৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা আজহার কেবল সেই রেকর্ডই ভেঙ্গে দেননি, দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পথে গড়েছেন অনেক ইতিহাস। অক্টোবরে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৩০২ রানের ইনিংস। মেলবোর্নে বছরের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি পেয়ে গেলেন, পাকিস্তানের হয়ে এমন নজির আর কারও নেই। অপরাজিত ২০৫ রানের মধ্য দিয়ে চলতি বছরে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। মাত্র পঞ্চম পাকিস্তানী হিসেবে বছরে হাজারের ওপরে রান করলেন ৩১ বছর বয়সী ওপেনার। কেবল প্রথম পাকিস্তানীই নয়, মেলবোর্নে ইতিহাসের তৃতীয় ওপেনার হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এত অর্জনের পরও হয়ত আজহারের সামান্য দুঃখ থেকে যাবেÑ ইনিংস ঘোষণা হওয়ায় মাত্র ৪ রানের জন্য মেলবোর্নে বিদেশী ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসটি হলো না! ৩২ বছর আগে ২০৮ রান করেছিলেন উইন্ডিজ গ্রেট ভিভ রিচার্ডস। অস্ট্রেলিয়ার মাটিতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর সৌভাগ্য খুব বেশি ভিনদেশীর হয়নি। আজহার মাত্র পঞ্চম ক্রিকেটার, আগের চারজন হলেন দক্ষিণ আফ্রিকার এডি বারলো (১৯৬৩), ভারতের রবি শাস্ত্রী (১৯৯১) ও শচীন টেন্ডুলকর (২০০৩) ও ইংল্যান্ডের এ্যালিস্টার কুক (২০১০)। আজহারের কীর্তির দিনে দারুণ ব্যাট করেছেন দুই টেলএন্ডার সোহেল খান (৬৫ বলে ৬৫) ও মোহাম্মদ আমির (২৭ বলে ২৯)। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন পেসার জ্যাকশন বার্ড ও জশ হ্যাজলউড। এরপর অস্ট্রেলিয়ার ৫৮ ওভারে ২৭৮Ñএর গল্প। যেখানে ওয়ার্নার ওয়ানডে স্টাইলে ১৪৩ বলে খেলেছেন ১৪৪ রানের ম্যারথান ইনিংস, ১৭ চার ও ছক্কা ১টি। চলতি ২০১৬ সালে টেস্ট-ওয়ানডে মিলিয়ে এটি তার ৯ম সেঞ্চুরি! ৫৯ টেস্টে ক্যারিয়ারের ১৭তম। সঙ্গে খাজার ৯৫ রানে পাকিস্তানকে জবাবটা ভালই দিচ্ছে অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে ম্যাট রেইন শ’ (১০) ও ওয়ার্নরের উইকেট দুটি নিয়েছেন ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজ। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ৪৪৩/৯ (১২৬.৩ ওভার; সামি ৯, আজহার ২০৫*, আজম ২৩, ইউনুস ২১, মিসবাহ ১১, শফিক ৫০, সরফরাজ ১০, আমির ২৯, সোহেল ৬৫; স্টার্ক ১/১২৫, হ্যাজলউড ৩/৫০, বার্ড ৩/১১৩, লেয়ন ১/১১৫)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৭৮/২ (৫৮ ওভার; ওয়ার্নার ১৪৪, রেনশ ১০, খাজা ৯৫*, স্মিথ ১০*; ইয়াসির ১/৯৭, ওয়াহাব ১/৭৭)। ** তৃতীয় দিন শেষে
×