ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুটবলারদের আচরণ পর্যবেক্ষণ করবে ফিফা

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ ডিসেম্বর ২০১৬

ফুটবলারদের আচরণ পর্যবেক্ষণ করবে ফিফা

স্পোর্টস রিপোর্টার ॥ খেলা চলার সময় মাঠের উত্তেজনায় মাঝে মাঝেই বিরূপ সব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনভিপ্রেত, অযাচিত সব ঘটনায় জড়িয়ে পড়েন খেলোয়াড়রা। অনেক সময় দেখা যায়, ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা, রেফারিদের সঙ্গেও বাজে আচরণ করে বসেন ফুটবলাররা। তবে এ বিষয়টির সমাধান চায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। খেলোয়াড়দের আচরণের উন্নতি কিভাবে করা যায় সেটা নিয়েই ভাবছে তারা। এজন্য প্রতিটি খেলোয়াড়কেই বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে ম্যাচ চলার সময়। এমনটাই জানালেন ফিফার টেকনিক্যাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান কর্মকর্তা মারকো ভ্যান বাস্তেন। আর এই পর্যবেক্ষণের মধ্য দিয়ে খেলোয়াড়দের আচরণটাকে নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপও নেবে ফিফা। রেফারির সঙ্গে শুধু দলের অধিনায়ক কথা বলতে পারবেন এমন রীতিও চালু করার চিন্তাভাবনা করছে সংস্থাটি। রাগবি ইউনিয়ন সম্প্রতি খেলোয়াড়দের আচরণগত উন্নতির জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে। যাতে খেলোয়াড়দের সঙ্গে কর্মকর্তাদের কোন ধরনের সমস্যার সৃষ্টি না হয়। আর এটিকেই উদাহরণ হিসেবে নিতে চাইছে ফিফা। এর মধ্যে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা। শুধু দলের অধিনায়ক পারবেন ম্যাচ রেফারি ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে। বাকিদের অনুমোদন থাকবে না। ভ্যান বাস্তেন এ বিষয়ে বলেন, ‘বর্তমানে দেখা যাচ্ছে অনেক খেলোয়াড়ই ম্যাচ চলার সময় রেফারির কাছে অভিযোগ করেন। আমি নিশ্চিত খেলোয়াড়দের এ ধরনের ব্যবহার আরও ভাল হতেই পারে। আমরা এ বিষয়টি সঠিক অবস্থানে নিয়ে আসার চিন্তাভাবনা করছি।’ রেফারি ও সহকারী রেফারিদের সিদ্ধান্তে শুধু অভিযোগই নয়, গালাগাল করা, ধাক্কাধাক্কিতে লিপ্ত হওয়া ইত্যাদি ঘটনাও অহরহ দেখা যায় ফুটবল মাঠে। কিন্তু রাগবি খেলায় এ ধরনের আচরণ নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
×