ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ও সূচকের বড় উত্থান

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন ও সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ফলে প্রধান বাজারের সার্বিক সূচকটি আবারও ৫ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই করছে। এদিন ডিএসইতে লেনদেনও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ৮১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮১ কোটি ৭৪ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৯০০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অলিম্পিক এক্সেসরিজ, এ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, পেনিনসুলা চট্টগ্রাম, সিএমসি কামাল, ইউনিক হোটেল ও আরএসআরএম স্টিল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : গোল্ডেনসন, হা-ওয়েল টেক্সটাইল, অলিম্পিক এক্সেসরিজ, ডেল্টা স্পিনার্স, পেনিনসুলা চট্টগ্রাম, মোজাফফর হোসেন স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট ও রিলায়েন্স ১ম মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রহিমা ফুড, মেঘনা পেট্রোলিয়াম, ম্যারিকো, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, এইচ আর টেক্সটাইল, ডেফোডিল কম্পিউটার, ফাইন ফুডস, এমারেল্ড ওয়েল, শাশা ডেনিমস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফার্স্ট ব্যাংক, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, অলিম্পিক এক্সেসরিজ, এ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, সায়হাম কটন, জাহিন টেক্সটাইল, বিবিএস ও সি এ্যান্ড এ টেক্সটাইল।
×