ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্ণফুলী শিশুপার্ক নভোথিয়েটার করা হবে ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৩, ২৫ ডিসেম্বর ২০১৬

কর্ণফুলী শিশুপার্ক  নভোথিয়েটার  করা হবে ॥ পূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঘোষণা দিয়েছেন, চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরী মাঠে অবৈধভাবে গড়ে ওঠা কর্ণফুলী শিশুপার্ক উচ্ছেদ করা হবে। এরপর একই স্থানে গড়ে তোলা হবে নভোথিয়েটার। শনিবার সকালে জাম্বুরী মাঠে গণপূর্ত বিভাগের নির্মাণাধীন পার্কের কাজ পরিদর্শন শেষে মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘দিস বিলংগস টু দি পিডব্লিউডি। সিটি কর্পোরেশন ডিড নট টেক এ্যানি পারমিশন এ্যান্ড পিডব্লিউডি। তারা জোর করে এখানে শিশুপার্ক করেছে। এ কাজ অবৈধ ও ইচ্ছামতো হয়েছে। এ পার্ক অবিলম্বে উচ্ছেদ করা হবে। দেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণের সরকারী পরিকল্পনার অংশ হিসেবে এখানেও অনুরূপ থিয়েটার প্রতিষ্ঠা করা হবে।’ তিনি বলেন, চট্টগ্রামে নভোথিয়েটারের পাশাপাশি বঙ্গবন্ধু স্কয়ার করা হবে। এর পাশে শিশুদের বিনোদনের জন্য কিছু বিনামূল্যে রাইড রাখা হবে। জাম্বুরী মাঠে নান্দনিক এ পার্কে বিভিন্ন দেশীয় গাছপালা লাগানো ও লেক নির্মাণের কথাও জানান মন্ত্রী এবং তা ছয় মাসের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
×