ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সঙ্গীতায়োজনে ব্যস্ত কিসলু

প্রকাশিত: ০৬:৩৯, ৬ ডিসেম্বর ২০১৬

সঙ্গীতায়োজনে ব্যস্ত কিসলু

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানে সুর ও সঙ্গীত পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন জাভেদ আহমেদ কিসলু অন্যতম। সঙ্গীত ক্যারিয়ারে তিনি বিশ বছর পার করেছেন। ইতোমধ্যে প্রায় তিন শ’ চলচ্চিত্রে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কিসলু। তার শ্রোতাপ্রিয় গানের সংখ্যা অনেক। ব্যস্ততা প্রসঙ্গে কিসলু জানান, ‘আমার বাংলাদেশ’, ‘জেদী’, ‘ভালবাসার ময়না’সহ কয়টি চলচ্চিত্রের কাজ করছেন। যীশুর জীবনী নিয়ে তৈরি গীতিনাট্যে কাজ করছেন। যীশুকে নিয়ে রবীন্দ্রনাথের গান গীতিনাট্যে ব্যবহৃত হচ্ছে। এর সব গানের সঙ্গীতায়োজন এবং আবহ সঙ্গীতের কাজ করছেন। বেশ কয়েকটি সলো ও মিশ্র এ্যালবামের কাজ করছেন তিনি। নাটকের আবহ সঙ্গীত ও টাইটেল গান তো রয়েছেই। কাজের প্রাপ্তি অপ্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, দর্শক আমাকে কিসলু হিসেবে চেনেন এটাই পাওয়া। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বপ্ন দেখি।
×