ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ও সূচকে বড় উত্থান

প্রকাশিত: ০৫:৫১, ২ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন ও সূচকে বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। উভয় পুঁজিবাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় ২৭ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে ৮০৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৭২ কোটি ৮৬ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৬৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, পেনিনসুলা চট্টগ্রাম, আরএসআরএম স্টিল, অলিম্পিক এক্সেসরিজ, কাসেম ড্রাইসেল, ন্যাশনাল টিউবস, ইফাদ অটোস ও ডরিন পাওয়ার। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : শাশা ডেনিমস, দেশ গার্মেন্টস, আমরা টেক, জিবিবি পাওয়ার, এসআলম স্ক্রিটাল, আরামিট সিমেন্ট, ইফাদ অটোস, ফু-ওয়াং সিরামিক পেনিনসুলা চট্টগ্রাম ও এ্যাপেক্স স্পিনিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : কোহিনুর কেমিক্যাল, মতিন স্পিনিং, এশিয়া প্যাসিফিক, প্যারামাউন্ট, বিজিআইসি, ন্যাশনাল টি, শ্যামপুর সুগার, জুটস স্পিনার্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আরএকে সিরামিক, লাফার্জ সুরমা সিমেন্ট, সিমটেক্স, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো, অলিম্পিক এক্সেসরিজ, কেডিএস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফরচুন সুজ ও কেয়া কসমেটিকস।
×