ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবুধাবি টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

প্রকাশিত: ১৯:৫০, ২৪ অক্টোবর ২০১৬

আবুধাবি টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

অনলাইন ডেস্ক॥ আবুধাবি টেস্টে ইয়াসির শাহর লেগ স্পিনে ভর করে তৃতীয় দিন শেষে চালকের আসনে পাকিস্তান। ইতোমধ্যে মিসবাহ-উল-হকের দল হয়তো জয়ের স্বপ্নই দেখতে শুরু করেছে। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৫২ রানের জবাবে ২২৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন না করিয়ে মিসবাহ উল হকের দল বাড়িয়ে নিচ্ছে লিড। তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১১৪ রান করেছে স্বাগতিকরা। ইতোমধ্যে পাকিস্তান লিড পেয়ে গেছে ৩৪২ রানের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ রোববার নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সূচনাটা দারুণ হয়েছে পাকিস্তানের। ফিফটির দেখা পেয়েছেন দুই ওপেনার আজহার আলি ও সামি আসলাম। এদিন স্বাগতিক শিবিরে একমাত্র আঘাতটি হানেন শ্যানন গ্যাব্রেইল। তিনি সাজঘরে ফেরান সামি আসলামকে। ইয়াসির শাহর লেগ স্পিনে ভর করে তৃতীয় দিন শেষে আবু ধাবি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস পথ হারায় আগের দিনই। ৩৪২ রান এগিয়ে পাকিস্তান। আগের দিন ১ উইকেট পাওয়া ইয়াসির তৃতীয় দিন তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যানকে। ৪ উইকেট নিতে তিনি খরচ করেন ৮৬ রান। ২২৮ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তান ১ উইকেট হারিয়ে ১১৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে। ১০২ বলে ৫২ রান করে উইকেটে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলি। তার সঙ্গী আসাদ শফিকের রান ৫।
×