ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিশো-রিচির ‘বিয়ে এবং একটি রাত’

প্রকাশিত: ০৫:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৬

নিশো-রিচির ‘বিয়ে এবং একটি রাত’

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও রিচি সোলায়মান। এই দুই অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বিয়ে এবং একটি রাত’। নাটকটি আজ বেলা ১২-৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকে আফরান নিশো ও রিচি সোলায়মান ছাড়াও অভিনয় করেছেন রুমিসহ আরও অনেকে। নাটকের গল্পে দেখা যাবে- কথা নেই বার্তা নেই, বুঝে উঠার আগেই অনেকটা জোর করে বাবা বিয়ে করিয়ে দেয় রিজভীকে। বিয়ের আগে সে নীলার সঙ্গে কথা বলাতো দূরে থাক, ভাল করে একটু দেখতেও পারল না। যে মেয়ের সঙ্গে তার পূর্বে পরিচয় ছিল না, এমনকি একটু কথাও হয়নি, তার সঙ্গে সারাজীবন সংসার করতে হবে- এমনি ভাবনায় রিজভী এখন জর্জরিত তার বাসর রাতে। নিজের নিয়তিটাও যেন সে মেনে নিতে পারছিল না। তাই ফ্লোরে আলাদা বিছানা করে ঘুমোতেও চেয়েছিল। কিন্তু মশার যন্ত্রণায় সেটাও সম্ভব হয়নি। পুরো ফ্ল্যাটে তাদের দুজনকে একা রেখে সবাই চলে গেছে বলে মশার কামড়ে জেগে থাকা ছাড়া আর কোন উপায়ও রইল না। এরই মধ্যে খানিকটা ক্ষুধা অনুভব হয় রিজভীর। মানবিক হোক আর নৈতিক কারণেই হোক, নীলাকে সে জিজ্ঞেস করে কিছু খাবে কিনা। নীলা চুপ করে বসে থাকে। হ্যাঁ কিংবা না কোন উত্তর না পেয়ে নিজেই ফল নিয়ে খেতে থাকে। হঠাৎ তার মধ্যে ভাবনার উদয় হয়। মেয়েটি তার প্রশ্নের উত্তর দিল না কেন? সে কি কানে শোনে না। সে কি তাহলে বোবা? ভাবতে থাকে, সত্যি যদি বোবা হয় তার কি গতি হবে? এ ভাবনায় সে সিউরে উঠে। মনে হয় যেনÑ যে ঘটক এমন বোবা মেয়ের প্রস্তাব নিয়ে তার বাবার কাছে এসেছিল, তাকে ধরে মারে। এভাবে রিজভীর মনে নববিবাহিতা বউ নীলাকে নিয়ে নানা দুশ্চিন্তার উদ্রেগ হয়। মেয়েটি যদি পুরুষ ছেলের কণ্ঠের অধিকারী হয়। আবার তা না হয়ে যদি ল্যাংড়া হয়। একে একে এমন চিন্তা যখন তার মাথায় ঘুরপাক খেতে থাকে তখনই নীলার মোবাইলে একটি ফোন আসে। নীলা ফোন রিসিভ করলে আগের দুশ্চিন্তা দূর হয় ঠিকই কিন্তু এত রাতে ফোনে আই লাভ ইউ বলা দেখে, তার আরেক ভাবনার সৃষ্টি হয়। মেয়েটির নিশ্চয়ই কোন বয়ফ্রেন্ড আছে। বউ কানা, ল্যাংড়া, বোবা ভাল ছিল। কিন্তু বয়ফ্রেন্ডওয়ালা মেয়ের সঙ্গে কী করে সে সংসার করবে? ঘটকের বাচ্চা যে তার এমন সর্বনাশ করে দিল, তারে এখন কী করা যায়? এমন ভাবনায় ভাবতে ভাবতে নীলার কাছ থেকেই সে এক সময় জানতে পারেÑ ফোন করা লোকটি ছিল তার মা। দীর্ঘশ্বাস ছেড়ে নিশ্চিতে ঘুমিয়ে যায়। কিন্তু এই ঘুম বেশিক্ষণের ছিল না। হঠাৎ নীলা তাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে মারতে চায়। কারণ একটি মেয়ে বধূ সেজে সারারাত বসে আছে, তার চিন্তা না করে, তার সঙ্গে সে কোন কথা ভাল করে না বলে, কি করে নিশ্চিন্তে ঘুমোয়। রিজভীর এবারের ভাবনাÑ বোবা, কানা, ল্যাংড়া এমনকি বয়ফ্রেন্ডওয়ালা মেয়েও ভাল ছিল। কিন্তু পাগল নিয়ে কী করে সে সংসার করবে?
×