স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম জেলার গোদাগাড়ী উপজেলার মহাদেবপুরের আসগর আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন রাকিবুলের বন্ধু সাকিব হোসেন (২১)।
পুলিশ জানায়, তারা দুজন মোটরসাইকেলে চেপে রাজশাহী বাইপাস হয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে নওদাপাড়া আমচত্বর পেরিয়ে বিআরটিএ অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।
নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, নিহত রাকিবুলের চাচাতো ভাই নগর পুলিশ কনস্টেবল আশরাফুল ইসলাম হাসপাতালে তার লাশ সনাক্ত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।