ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ষষ্ঠ দিনের মতো পুুঁজিবাজারে সূচকের উত্থান

প্রকাশিত: ০৫:৫৫, ৯ সেপ্টেম্বর ২০১৬

ষষ্ঠ দিনের মতো পুুঁজিবাজারে সূচকের উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আযহার ছুটির আগে উভয় পুঁজিবাজারে প্রধান সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো উভয় বাজারে প্রধান সূচকের উত্থান দেখা গেল। যদিও প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে সামান্য অবনতি হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ছুটির শুরুর আগেই বিনিয়োগকারীদের ঘরমুখী প্রবণতার কারণেই সার্বিক লেনদেনে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া ব্রোকারেজ হাউসগুলোতে দিনটিতে বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতিও কিছুটা কম ছিল। ফলে মোবাইল ফোন বা অনলাইনের শেয়ার কেনা-বেচার আদেশ দিতে দেখা গেছে। বৃহস্পতিবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪৮০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৭ কোটি ৮৫ লাখ টাকা কম লেনদেন। বুধবার ডিএসইতে ৪৯৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬০১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ট্রাস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার ও ন্যাশনাল টিউবস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইত ২৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
×