ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে জঙ্গীবাদ বিরোধী একশ কিলোমিটার বানববন্ধন

প্রকাশিত: ২২:২২, ৩১ আগস্ট ২০১৬

জয়পুরহাটে জঙ্গীবাদ বিরোধী একশ কিলোমিটার বানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জঙ্গীবাদের শক্তিশালি ঘাটি হিসাবে পরিচিত দেশের ১৩টি জেলার অন্যতম জয়পুরহাট জেলায় জঙ্গী বিরোধী লড়াইয়ে নতুন জাগরন সৃষ্টির লক্ষে জয়পুরহাটে একশ কিলোমিটার মানববন্ধন কর্মসূচী পালিত হয়। আজ বুধবার সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এক ঘন্টা স্থায়ী এই মানববন্ধন কর্মসূচী জয়পুরহাট জেলার পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সীমারেখায় রাস্তার দুইধারে লক্ষাধিক ছাত্রছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনগোষ্ঠি জঙ্গিবাদ নির্মুলের অঙ্গিকার নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে যায়। প্রচন্ড রোদকে উপেক্ষা করে শতাধিক বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদ নির্মুলে মুহু মুহু শ্লোগান দিয়ে জনপদ প্রকম্পিত করে। চলতি মাসের ১৮ তারিখে জয়পুরহাটে তৃণমূল জনপ্রতিনিধিদের নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটে একটি বৈঠক করে এই কর্মসূচীর আয়োজনের প্রস্তুতি নেয়। এই লক্ষে জয়পুরহাটের ৩২টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য) নিয়ে একটি কমিটি গঠন করা হয়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বেনুকে আহ্বায়ক ও আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান কবির এ্যাপলবকে সদস্য সচিব করে কমিটির কার্যক্রম শুরু হয়। ১৪ দিন ধরে জয়পুরহাট জেলার শতাধিক স্থানে প্রতিদিনই জঙ্গিবাদ বিরোধী জনমত তৈরীতে সভা সমাবেশ চলতে থাকে। লক্ষাধিক লিফলেট ও ২০ হাজার পোষ্টার ছড়িয়ে দেওয়া হয় জেলাজুড়ে। বুধবার তিলকপুর থেকে ভীমপুর, পুনট থেকে মঙ্গলবাড়ি পর্যন্ত শতাধিক এই মানববন্ধন কর্মসূচী শুরুর প্রাক্কালে জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বাঁশের ব্রিজ নামক স্থানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন ৪০ কিলোমিটার মানববন্ধন কর্মসূচীর সফলতায় সড়কপথে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানববন্ধন কর্মীদের অভিনন্দন জানান। বেলা ১২ টায় জয়পুরহাট শহরের রেল চত্বরে মুক্তমঞ্চে মানববন্ধন সফল করার উপলক্ষে গঠিত কমিটির আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম সোলায়মান আলী, জয়পুরহাটের প্রবীন আইনজীবি মোমিন আহমেদ চৌধুরী (জিপি), কমিটির সমন্বয়ক রেজ ক্রীসেন্ট এর গোলাম হক্কানি, সাবেক মহিলা এমপি মাহফুজা মন্ডর রীনা, আহসান কবির এ্যাপলবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
×