ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালকিনিতে শিশু ও নারী পাচার প্রতিরোধে কর্মশালা

প্রকাশিত: ২১:৩৭, ৩০ আগস্ট ২০১৬

কালকিনিতে শিশু ও নারী পাচার প্রতিরোধে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ মাদারীপুরের কালকিনি স্থানীয় অফির্সাস ক্লাবে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন চাইল্ড সেফটি নেট প্রজেক্টরের উদ্যোগে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে শিশু ও নারী পাচার প্রতিরোধে গনসচেতনায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রজেক্ট অপারেশন কো-অডিনেটর রুবেন সলিল বিশ্বাসের সভাপতিত্বে ও মোঃ কবির হোসেনের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাম্মী আক্তার। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাশরিন, প্রধান শিক্ষক এইচ এম নজরুল ইসলাম, মোঃ হেমায়েত হোসেন ও মাঠ কর্মী সম্পা আক্তার প্রমুখ।
×