ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রামপাল ভারতের সঙ্গে শত্রুতার চিরস্থায়ী প্রকল্প॥ আনু

প্রকাশিত: ২০:২৭, ২৯ আগস্ট ২০১৬

রামপাল ভারতের সঙ্গে শত্রুতার চিরস্থায়ী প্রকল্প॥ আনু

অর্থনৈতিক রিপোর্টার॥ রামপালে বিদুৎ কেন্দ্র হলে তা ভারতের সঙ্গে শত্রুতার চিরস্থায়ী প্রকল্পে পরিণত হবে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ- বন্দর রক্ষা জাতীয় কমিটিরসদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে ‘রামপাল বিদুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জাতীয় কমিটির বক্তব্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ- বন্দর রক্ষা জাতীয় কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রামপাল বিদুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চরম হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন অধ্যাপক আনু মুহাম্মদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ- বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
×