ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেট্রোল পাম্পে ৯ ঘণ্টার ধর্মঘট

প্রকাশিত: ০৯:১১, ২৯ আগস্ট ২০১৬

পেট্রোল পাম্পে ৯ ঘণ্টার ধর্মঘট

স্টাফ রিপোর্টার ॥ ১২ দফা দাবিতে রবিবার নয় ঘণ্টা ধর্মঘট পালন করেছে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীসহ সারাদেশের পাম্পে পেট্রোল বিক্রি বন্ধ ছিল। তবে সরকারী পাম্পগুলো খোলা ছিল। এদিকে নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, খুলনা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ডিপোগুলোতেও তেল উত্তোলন বন্ধ ছিল। তবে তিনটার পর আবার তেল বিক্রি ও উত্তোলন শুরু হয়। কমিশন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরির মালিক-শ্রমিকরা রবিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নয় ঘণ্টার ধর্মঘট পালন করে। সারাদেশের তেলচালিত গাড়ি এবং মোটরসাইকেল চালকেরা এ সময় পড়েন মহাবিড়ম্বনায়। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ নাজমুল হক দাবি করেন, তাদের ধর্মঘট সফল হয়েছে। পেট্রোল পাম্প মালিক-শ্রমিকদের দাবির বিষয়ে জানতে চাইলে বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজা বলেন, এ বিষয়ে তারা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন। দ্রুত একটা সমাধানে আসা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×