ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুডোকা হ্যারিসনের ইতিহাস

প্রকাশিত: ০৬:৪১, ১৩ আগস্ট ২০১৬

জুডোকা হ্যারিসনের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডনের পর রিও অলিম্পিকেও নিজের জাত চেনালেন কায়লা হ্যারিসন। ইতিহাসের একমাত্র জুডোকা হিসেবে ৭৮ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ ধরে রাখার মাইলফলক স্পর্শ করলেন তিনি। রিও অলিম্পিকের ষষ্ঠ দিনে ফ্রান্সের অদ্রি টিসিমিওকে পরাজিত করে অবিস্মরণীয় এই কীর্তি গড়েন আমেরিকার কায়লা হ্যারিসন। তবে জুডোর ৭৮ কেজির ওজন শ্রেণীতে শিরোপা ধরে রাখার কাজটা যে প্রকৃতপক্ষেই বেশ কঠিন তা স্বীকার করেছেন রোমাঞ্চিত হ্যারিসন নিজেও। এদিকে আজারবাইজানকে রিও অলিম্পিকের দ্বিতীয় পদক উপহার দিলেন জুডোকা এলমার গাসিমোভ। পুরুষের ১০০ কেজির ইভেন্টে চেকপ্রজাতন্ত্রের লুকাস করপালেকের কাছে হারলে রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। রিও থেকে আজারবাইজানকে প্রথম পদক জেতান জুডোকা রুস্তম অরুজোভ। পুরুষের ৭৩ কেজিতে তিনিও রৌপ্যপদক জয়ের স্বাদ পেয়েছিলেন। এবার রিওতে আজারবাইজানের ৫৬ এ্যাথলেট অংশ নেন। সেøাভাকিয়ার দুই চাচাত ভাই স্বর্ণপদক জিতেছেন। কেন ডাবলসে দেশকে স্বর্ণ জয়ের উচ্ছ্বাসে ভাসার সুযোগ করে দেন লেডিসলাভ স্ক্যান্টার ও পিটার স্ক্যান্টার। ১০১.৫৮ সময় নিয়ে তারা পেছনে ফেলেছেন গ্রেট ব্রিটেনের রিচার্ড হাউনসেøা এবং ডেভিড ফ্লোরেন্সকে। রিও অলিম্পিকে এক শটে হোলে ফেলে ইতিহাস গড়েছেন গ্রেট ব্রিটেনের গলফ তারকা জাস্টিন রোজ। ১৯১ গজ দূর থেকে হোলে বল ফেলেন তিনি। গলফের ইতিহাসে এটাই প্রথম ঘটনা। জানিয়ে রাখা ভাল যে, ১১২ বছর পর এবারের রিও অলিম্পিকেই প্রথমবারের মতো সংযোজন করা হয় গলফকে।
×